দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৫ ডিসেম্বর: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ডিরেক্টর বা অধিকর্তার বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে চিঠি দিয়েছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সংগঠন ‘আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন’ (IIT Teachers Association)-র সদস্যরা। ডিরেক্টর বীরেন্দ্র কুমার তেওয়ারি (Prof. Virendra Kumar Tewari)-র বিরুদ্ধে স্বজনপোষণ, অনিয়ম, প্রভাব বিস্তার করা সহ নানা অভিযোগ আনা হয়েছিল। সেই ঘটনায় ওই সংগঠনের সাধারণ সম্পাদক সহ ৫ জন অধ্যাপককে শোকজ করে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে, শিক্ষক সংগঠনের তরফে অনশনের হুঁশিয়ারি দিয়ে ৮৬ জন অধ্যাপকের সই করা দাবিপত্র পাঠানো হয় আইআইটি কর্তৃপক্ষ তথা ডিরেক্টরের কাছে। তারপর ওই ৮৬ জন অধ্যাপককেই শোকজ নোটিশ পাঠানো হয় আইআইটি কর্তৃপক্ষের তরফে। এই ঘটনার পরই উত্তাল হয় পরিস্থিতি! অবিলম্বে ওই শোকজ নোটিশ প্রত্যাহারের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার, পর পর দু’দিন সন্ধ্যায় আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে মিছিল করেন আইআইটি’র অধ্যাপকরা।

thebengalpost.net
আইআইটি ক্যাম্পাসে মিছিল:

thebengalpost.net
আবেদন:

আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন (IIT Teachers’ Association)-র তরফে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করা হয়। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে ইতিমধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের প্ল্যাকার্ড হাতে নিয়ে ৮৬ জন অধ্যাপকের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহারের দাবিতে তথা ডিরেক্টরের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মিছিল করেন আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আগামী সোমবারের মধ্যে নোটিশ প্রত্যাহার করা না হলে, আমরণ অনশনেরও ডাক দিয়েছে আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন।

thebengalpost.net
অধিকর্তার বিরুদ্ধে প্রতিবাদ: অধ্যাপকদের:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):