দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ সেপ্টেম্বর: আগামী ৫ সেপ্টেম্বর, ‘শিক্ষক দিবস’-র দিন দেশের ৭৫ জন ‘শিক্ষক’ এর হাতে ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৩’ তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ৭৫ জন শিক্ষককে ‘জাতীয় শিক্ষক’ হিসেবে সম্মানিত করা হবে। কেন্দ্রীয় সরকারের উচ্চশিক্ষা মন্ত্রকের তরফে যে ১১ জনকে পুরস্কৃত করা হবে, সেই তালিকায় আছেন আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) অধ্যাপক তথা বিশিষ্ট বিজ্ঞানী সুমন চক্রবর্তী। অধ্যাপক চক্রবর্তী ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে কল্যাণী আইআইএসইআর-এর অধ্যাপক তথা বিজ্ঞানী সায়ম সেনগুপ্ত-ও এবার ‘জাতীয় শিক্ষক’ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। এছাড়াও, দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রক ১২ জন শিক্ষক-শিক্ষিকাকে জাতীয় পুরস্কার প্রদান করবে। এঁদের মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রাষ্ট্রীয় আইটিআই-এর ইন্সট্রাক্টর রমেশ রক্ষিত রয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তথা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন অধ্যাপক সুমন চক্রবর্তী এর আগে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে ‘ইনফোসিস পুরষ্কার- ২০২২’ পেয়েছেন। এছাড়াও, তিনি পেয়েছেন বিজ্ঞানক্ষেত্রে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’। পেয়েছেন আন্তর্জাতিক সংস্থা রিসার্চ.কম (Research.com)-এর ডি-ইনডেক্স (D-Index) অনুযায়ী ভারতের সেরা গবেষকের তকমা। বিশিষ্ট বিজ্ঞানী তথা অধ্যাপক চক্রবর্তী এর আগে স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন তথা আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে সম্মানিত দেশের ৭৫ জন সেরা বিজ্ঞানীদের তালিকাতেও ছিলেন।
কলকাতার বাসিন্দা তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অধ্যাপক চক্রবর্তী ফ্লুইড মেকানিক্স, ইন্টারফেসিয়াল ফেনোমেনা এবং মাইক্রো ও ন্যানো স্কেলে ইলেক্ট্রোমেকানিক্সের ব্যাখ্যার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। পর্যবেক্ষণের মাধ্যমে তিনি সেন্সিং, ডায়াগনস্টিকস এবং থেরাপিউটিকসের ক্ষেত্রে স্বল্পমূল্যের একাধিক চিকিৎসা ডিভাইস তৈরি করেছেন। ২০২০ সালে কোভিডের সময়ে স্কুল অফ বায়োসায়েন্সের ভাইরোলজিস্ট অরিন্দম মণ্ডল-কে সঙ্গে নিয়ে তৈরি করেছিলেন ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ কিট ‘কোভির্যাপ’। এছাড়াও, সম্প্রতি তাঁর আবিষ্কার ‘হিমো অ্যাপ’ Hemo App। এই অ্যাপ স্মার্টফোনে থাকলেই, রক্তাল্পতা বা অ্যানিমিয়া নির্ণয় করা যাবে। এজন্য মাত্র ১ টাকা বা ২ টাকা দিয়ে কিনতে হবে শুধু একটি ফিল্টার পেপার। অধ্যাপক চক্রবর্তীর এই সাফল্যে উচ্ছ্বসিত আইআইটি খড়গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ। শিক্ষা জগতে দেশের সর্বোচ্চ সম্মানের জন্য তাঁকে বেছে নেওয়ায় কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক তথা বিশিষ্ট বিজ্ঞানী সুমন চক্রবর্তী। (Edited by- Maniraj Ghosh)
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…