দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৩ জুন: বিভিন্ন বিভাগের ১৫৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে আইআইটি খড়গপুর (IITKharagpur)। জুনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান (ফিজিওথেরাপি), স্টাফ নার্স, সিনিয়র লাইব্রেরী ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান, সিকিউরিটি ইন্সপেক্টর, ড্রাইভার সহ ১৩ টি বিভাগে ১৫৩ জন কর্মী নিয়োগ করবে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইআইটি’র তরফে। আবেদন করা যাবে ৫ জুলাইয়ের (২০২৩) মধ্যে।
যোগ্যতা ও বয়স:
জুনিয়র এগজিকিউটিভ: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমায় ৩০ বছর। বেতন কম ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: কমার্সে ব্যাচেলর ডিগ্রি বা বিবিএ বা এমবিএ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাকাউন্টিং সফটওয়্যার, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ট্যালি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেলের জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট: তিন বছরের সময়সীমার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা। ইলেক্ট্রনিক ইনস্ট্রুমেন্ট, রিপেয়ারিং অ্যান্ড মেন্টেন্যান্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ টেলিকমিউনিকেশন/ আরএসি/ ডব্লুডব্লু/ এসএস/ সিডব্লুআইএসএস/ হর্টিকালচার): ব্যাচলের অব ইঞ্জিনিয়ারিং/ আর্কিটেকচার বা সমতুল সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (ফিজিওথেরাপি): ফিজিওথেরাপিতে তিন বছরের সময়সীমার ব্যাচেলর ডিগ্রি সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা। বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
স্টাফ নার্স: উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে তিন বছরের কোর্স। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রির সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতনক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে। প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপ। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। বেতনক্রম: ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা।
ড্রাইভার: মাধ্যমিক পাশ সঙ্গে ভারী ও হাল্কা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স। সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। বেতন ক্রম ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত।
শূন্যপদ: জুনিয়র এগজিকিউটিভ: ১৯, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: ৫, জুনিয়র টেকনিক্যাল সুরারিন্টেনডেন্ট: ৩০,
জুনিয়র ইঞ্জিনিয়ার: ২২, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: ১, স্টাফ নার্স: ১২, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: ২,
ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: ৫, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: ৩, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২০,
জুনিয়র টেকনিশিয়ান/ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ২৩, সিকিউরিটি ইনস্পেক্টর: ৫, ড্রাইভার গ্রেড টু: ৬।
আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা।
ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি, প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (https://erp.iitkgp.ac.in/CAREER/auth/careerOpening.htm) গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে 91-3222-281017/18/19 নম্বরে ফোন করতে পারেন।
অন্যদিকে, বর্তমান দিনে জীবন, জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম মেরুদন্ড হলো ডিজিটাল মাধ্যম। কিন্তু, কী ভাবে ইমেল, সোশ্যাল মিডিয়া, অ্যাপ, ওয়েবসাইট তৈরি করা যায় কিংবা ব্যবহার করা যায়; তা নিয়ে সকলের মধ্যে সুস্পষ্ট ধারণা নেই। কিন্তু, আধুনিক প্রজন্মের আগ্রহ এ নিয়ে অন্তহীন! আর, সেই সমস্ত আগ্রহী ব্যবসায়ী ও পড়ুয়াদের জন্য দারুন সুযোগ নিয়ে এলো আইআইটি খড়্গপুর। এবার, ডিজিটাল মার্কেটিংয়ের মাত্র ৫ দিনের কোর্স করে নিতে পারেন অনলাইনেই। আইআইটি খড়্গপুরের তরফে চালু করা হচ্ছে এই কোর্স। আইআইটি খড়্গপুরের সঙ্গে অনলাইন স্বল্পমেয়াদী এই কোর্সটি চালু করবে বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট। ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে লাইভ ক্লাস নেওয়া হবে এই কোর্সে। সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকেরা লেকচার এবং অনলাইন আলাপ আলোচনার মাধ্যমে কোর্সের ক্লাস নেবেন। কোর্সে অংশগ্রহণ করতে পারবেন যে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজার, বিভিন্ন ক্ষুদ্র এবং কুটির শিল্প এবং স্টার্ট আপ উদ্যোক্তা, বিজনেস স্কুলের শিক্ষক, পড়ুয়া এবং ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী যে কোনও ব্যক্তি। আগামী ৩ জুলাই থেকে ৭ জুলাই অবধি চলবে কোর্সটি। মোট আসনসংখ্যা ৫০। কোর্সে ভর্তি নেওয়া হবে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে। আবেদনের শেষ দিন আগামী ২৫ জুন। ৫ দিনের কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের ৫৯০০ টাকা, শিক্ষকদের ৮৮৫০ টাকা এবং শিল্প এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরতদের জমা দিতে হবে ১১,৮০০ টাকা। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে কোর্স করার আবেদন করতে পারবেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…