IIT KHARAGPUR

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব নেই প্রতিভার! আর, সেই ‘প্রতিভা’ সঠিক পথে পরিব্যাপ্ত হলে সমৃদ্ধ হবে দেশ ও সমাজ। হবে কর্মসংস্থান। এবার, IIT খড়্গপুরের চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলেন প্রতিষ্ঠানেরই একদল ‘সুপ্রতিষ্ঠিত’ প্রাক্তনী! তাঁদের গড়া ‘z21 Ventures’ সংস্থা শুক্রবার (২২ নভেম্বর) জুটি বাঁধল (MoU) আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সঙ্গে। প্রতিষ্ঠানের B.Tech, M.Tech এবং PhD-র চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের নতুন স্টার্টআপ কোম্পানি খোলার ক্ষেত্রে সঠিক দিশা দেখানো তথা আর্থিক বিনিয়োগ এবং পরামর্শ দানার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে শুক্রবার দুপুরে IIT খড়্গপুরে কর্তৃপক্ষের সঙ্গে z21 Ventures কোম্পানির একটি মউ (MoU) স্বাক্ষরিতও হয়। প্রাক্তনীরা তথা z21 Ventures-র প্রতিষ্ঠাতারা বলেন, “ইতিমধ্যে আমরা দেশি-বিদেশি ৩১টি সংস্থায় বিনিয়োগ করেছি। আইআইটি খড়্গপুরের স্থান আমাদের হৃদয়ে। তাই, এখানকার পড়ুয়াদের একটা দিশা দেখানোর লক্ষ্যেই আমরা এসেছি।”

আইআইটি খড়্গপুরের সঙ্গে মউ স্বাক্ষর:

শুধু চূড়ান্ত বর্ষের পড়ুয়াই নয়, প্রতিষ্ঠানের যে কোনও পড়ুয়া, প্রাক্তনী কিংবা এই ধরনের স্টার্টআপ কোম্পানি গড়তে উৎসাহীদের সাহায্য করতে প্রস্তুত z21 Ventures। উৎসাহীদের আর্থিক সহায়তা বা সরাসরি ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ধরনের পরামর্শ দান এবং বিশ্বজুড়ে (ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশে) তাঁদের ব্যবসার প্রসার ও প্রচারের ক্ষেত্রে সাহায্য তথা মার্কেটি- প্রভৃতি সবকিছুই করবে z21 Ventures। যাতে আইআইটি’র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিভাবান পড়ুয়ারা স্টার্টআপ কোম্পানি গড়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারেন এবং অনেক ছেলেমেয়ের কর্মসংস্থান হয়; সেজন্যই তাঁদের এই উদ্যোগ বলে শুক্রবার জানিয়েছেন z21 Ventures-এর অন্যতম দুই প্রতিষ্ঠাতা যথাক্রমে জ্যোতিকা গুপ্তা এবং রাজশেখর সিং। আপাতত ১০টি দলকে নিয়ে, ১০টি স্টার্টআপ কোম্পানির জন্য আড়াই কোটি (2.5 কোটি) টাকা বিনিয়োগ করবেন তাঁরা। প্রতিটি স্টার্টআপ কোম্পানিকে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা। সেই সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ দান থেকে সমস্ত ধরনের সহায়তা করবে z21 Ventures। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) তাঁদের প্রাণের প্রতিষ্ঠান; তাই নিজেরা স্টার্টআপ কোম্পানি খুলে সফল হওয়ার পর এখানকার অন্যান্য পড়ুয়ারাও যাতে স্টার্টআপ কোম্পানি বা বড় বড় কোম্পানি খুলে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যেই তাঁরা MoU স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন জ্যোতিকা, রাজশেখররা। ভবিষ্যতে দেশের অন্যান্য আইআইটি বা বিভিন্ন প্রতিষ্ঠানের পড়ুয়াদের সহায়তা করাও তাঁদের লক্ষ্য বলে এদিন সাংবাদিকদের জানিয়েছেন তাঁরা।

আইআইটি খড়্গপুরের অধিকর্তা (ডিরেক্টর) অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি বলেন, “আইআইটি’র ইতিহাসে এটা এক নতুন অধ্যায় রচিত হল! এই প্রতিষ্ঠানেরই প্রাক্তনীরা বর্তমান পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার লক্ষ্যে এগিয়ে এসেছে। আমাদের প্রতিষ্ঠানের রাজেন্দ্র মিশ্র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ট্রাপ্রেনারশিপ (RMSoEE)-র অন্তর্ভুক্ত হবে z21 Ventures এর এই উদ্যোগ। এতে সমগ্র দেশ ও সমাজও সমৃদ্ধ হবে। অনেক কর্মসংস্থান হবে। কারণ, যতবেশি কোম্পানি গড়ে উঠবে, তত বেশি ছেলেমেয়েরা কাজ পাবে।” প্রসঙ্গত, IIT খড়্গপুরে এই মুহূর্তে পার্সিটেন্ট সিস্টেম (Persistent Systems), রাবরিক (Rubrik), সুইগি (Swiggy)-র মতো প্রায় ২০টি ইউনিকর্ন (Unicorn) বা স্টার্টআপ কোম্পানি রয়েছে। আগামী ৫ বছরের মধ্যে এই সংখ্যাটা ১০০-তে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন IIT খড়্গপুর কর্তৃপক্ষ এবং z21 Ventures-র প্রতিষ্ঠাতা জ্যোতিকা, রাজশেখররা।

বর্তমান পড়ুয়া ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক প্রাক্তনীদের:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

12 hours ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

13 hours ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

2 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

2 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

4 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

5 days ago