IIT KHARAGPUR

IIT Kharagpur: স্বাস্থ্য পরিষেবা ও গবেষণায় নতুন দিক উন্মোচন করতে কল্যাণী এইমসের সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরেরর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১ জুলাই: চিকিৎসক দিবসের (Doctors’ Day) শুভ মুহূর্তেই স্বাস্থ্য পরিষেবা ও গবেষণার এক নতুন দিক উন্মোচন করতে ঐতিহাসিক মউ স্বাক্ষরিত (MoU) হল খড়্গপুর আইআইটি (IIT Kharagpur) এবং কল্যাণী এইমস (AIIMS, Kalyani)- এর মধ্যে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা-র অধীনে স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। অদূর ভবিষ্যতে স্বাস্থ্য সংক্রান্ত উন্নত গবেষণার স্বার্থে আইআইটি খড়্গপুরের ড. বিসি রায় মাল্টি-স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টারের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবে কল্যাণী এইমস। উল্লেখ্য যে, কল্যাণী এইমসের মতোই আইআইটি খড়্গপুরের বিসি রায় মেডিকেল রিসার্চ সেন্টারও মেডিকেল কলেজ হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করতে চলেছে। সেক্ষেত্রে, যৌথ গবেষণা বা যৌথ পাঠদান প্রক্রিয়ার মাধ্যমে মেডিকেলের পড়ুয়ারা (MBBS পড়ুয়ারা) যে অত্যন্ত উপকৃত হবেন তা বলাই বাহুল্য!

মউ (MoU) স্বাক্ষরিত আইআইটি খড়্গপুর ও এইমস কল্যাণীর :

আজ (১ জুলাই) ‘চিকিৎসক দিবস’র শুভ মুহূর্তে কল্যাণী এইমসের ডিরেক্টর রামজি সিং, আইআইটি খড়্গপুরের ডিরেক্টর ভি.কে তিওয়ারি, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান কল্যাণ গোস্বামী সহ একাধিক আধিকারিকদের উপস্থিতিতে ঐতিহাসিক এই মউ (MoU) স্বাক্ষরিত হয় খড়্গপুর আইআইটি-তে। আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি.কে তেওয়ারি মন্তব্য করেন, “জাতীয় ডাক্তার দিবসের শুভদিনে আইআইটি খড়্গপুরের মেডিকেল কলেজ তথা ড. বি.সি রায় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার কল্যাণী এইমসের সাথে হাত মিলিয়েছে। এই যৌথ পাঠদান ও গবেষণা প্রক্রিয়া অত্যাধুনিক শিক্ষাদান, গবেষণার ক্ষেত্রে বিশ্বমানের প্রযুক্তি সহ একাডেমিক পরিবেশ প্রদান করবে। প্রথম পর্যায়ে বি.সি রায় মেডিকেল রিসার্চ সেন্টারের বহির্বিভাগটি রোগীদের পরিষেবা দেওয়া শুরু করেছে এবং ক্রিটিকাল কেয়ার ও অপারেশন থিয়েটার সহ ইন-পেশেন্ট পরিষেবাও দ্রুত চালু করতে চলেছে।” কল্যাণী এইমসের ডিরেক্টর রামজি সিং মন্তব্য করেন, “এইমস কল্যাণী (AIIMS, Kalyani)’র সাথে আইআইটি খড়্গপুরের এই চুক্তির মাধ্যমে চিকিৎসা শিক্ষায় উৎকর্ষ সাধন ও যুগান্তকারী গবেষণার প্রসার ঘটানো হবে। আইআইটি খড়্গপুরের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক প্রোগ্রাম মেডিকেল ছাত্র, গবেষক সহ ফ্যাকাল্টি সদস্যদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে আরো সমৃদ্ধ করে তুলবে।” স্বাস্থ্য ক্ষেত্রে এই মউ স্বাক্ষর (MoU) যে এক নতুন আলোকবর্তিকা স্বরূপ, তা মানছেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ সকলেই।

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

19 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

21 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago