দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১ জুলাই: চিকিৎসক দিবসের (Doctors’ Day) শুভ মুহূর্তেই স্বাস্থ্য পরিষেবা ও গবেষণার এক নতুন দিক উন্মোচন করতে ঐতিহাসিক মউ স্বাক্ষরিত (MoU) হল খড়্গপুর আইআইটি (IIT Kharagpur) এবং কল্যাণী এইমস (AIIMS, Kalyani)- এর মধ্যে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা-র অধীনে স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। অদূর ভবিষ্যতে স্বাস্থ্য সংক্রান্ত উন্নত গবেষণার স্বার্থে আইআইটি খড়্গপুরের ড. বিসি রায় মাল্টি-স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টারের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবে কল্যাণী এইমস। উল্লেখ্য যে, কল্যাণী এইমসের মতোই আইআইটি খড়্গপুরের বিসি রায় মেডিকেল রিসার্চ সেন্টারও মেডিকেল কলেজ হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করতে চলেছে। সেক্ষেত্রে, যৌথ গবেষণা বা যৌথ পাঠদান প্রক্রিয়ার মাধ্যমে মেডিকেলের পড়ুয়ারা (MBBS পড়ুয়ারা) যে অত্যন্ত উপকৃত হবেন তা বলাই বাহুল্য!
আজ (১ জুলাই) ‘চিকিৎসক দিবস’র শুভ মুহূর্তে কল্যাণী এইমসের ডিরেক্টর রামজি সিং, আইআইটি খড়্গপুরের ডিরেক্টর ভি.কে তিওয়ারি, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান কল্যাণ গোস্বামী সহ একাধিক আধিকারিকদের উপস্থিতিতে ঐতিহাসিক এই মউ (MoU) স্বাক্ষরিত হয় খড়্গপুর আইআইটি-তে। আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি.কে তেওয়ারি মন্তব্য করেন, “জাতীয় ডাক্তার দিবসের শুভদিনে আইআইটি খড়্গপুরের মেডিকেল কলেজ তথা ড. বি.সি রায় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার কল্যাণী এইমসের সাথে হাত মিলিয়েছে। এই যৌথ পাঠদান ও গবেষণা প্রক্রিয়া অত্যাধুনিক শিক্ষাদান, গবেষণার ক্ষেত্রে বিশ্বমানের প্রযুক্তি সহ একাডেমিক পরিবেশ প্রদান করবে। প্রথম পর্যায়ে বি.সি রায় মেডিকেল রিসার্চ সেন্টারের বহির্বিভাগটি রোগীদের পরিষেবা দেওয়া শুরু করেছে এবং ক্রিটিকাল কেয়ার ও অপারেশন থিয়েটার সহ ইন-পেশেন্ট পরিষেবাও দ্রুত চালু করতে চলেছে।” কল্যাণী এইমসের ডিরেক্টর রামজি সিং মন্তব্য করেন, “এইমস কল্যাণী (AIIMS, Kalyani)’র সাথে আইআইটি খড়্গপুরের এই চুক্তির মাধ্যমে চিকিৎসা শিক্ষায় উৎকর্ষ সাধন ও যুগান্তকারী গবেষণার প্রসার ঘটানো হবে। আইআইটি খড়্গপুরের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক প্রোগ্রাম মেডিকেল ছাত্র, গবেষক সহ ফ্যাকাল্টি সদস্যদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে আরো সমৃদ্ধ করে তুলবে।” স্বাস্থ্য ক্ষেত্রে এই মউ স্বাক্ষর (MoU) যে এক নতুন আলোকবর্তিকা স্বরূপ, তা মানছেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ সকলেই।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…