IIT KHARAGPUR

IIT Kharagpur: NIRF র‌্যাঙ্কিংয়ে উন্নতি! দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে IIT খড়্গপুর; গবেষণার মানে পঞ্চম

মণিরাজ ঘোষ, খড়্গপুর, ১৩ আগস্ট: গতকাল অর্থাৎ সোমবার (১২ আগস্ট)-ই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। NIRF- 2024 (National Institutional Ranking Framework 2023) অনুযায়ী সার্বিকভাবে (NIRF Overall Ranking 2024) দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তকমা ধরে রেখেছে আইআইটি মাদ্রাজ (IIT Madras/ মাদ্রাজ আইআইটি/ চেন্নাই আইআইটি)। তালিকায় এক ধাপ উন্নতি করে এবার (NIRF Ranking 2024) ষষ্ঠ স্থানে (Rank- 6) আছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। উল্লেখ্য যে, ২০২১ ও ২০২২ সালে সার্বিকভাবে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানেই ছিল আইআইটি খড়্গপুর। তবে, গতবার (NIRF Ranking 2023) ‘সপ্তম’ স্থানে (Rank-7) চলে গিয়েছিল ভারতের প্রাচীনতম এই প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান। পুনরায় ষষ্ঠ স্থানে ফিরে এসেছে বিশ্বের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি। মাদ্রাজ ও খড়্গপুর আইআইটি-র মাঝে থাকা দেশের বাকি ৪-টি শিক্ষা প্রতিষ্ঠান হল যথাক্রমে- ২) আইআইএসসি বেঙ্গালুরু (IISC Bengaluru- Indian Institute of Science, Bengaluru); ৩) বোম্বে আইআইটি (IIT Bombay); ৪) দিল্লি আইআইটি (IIT Delhi); ৫) কানপুর আইআইটি (IIT Kanpur)। ষষ্ঠ স্থানে আছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)।

NIRF Overall Ranking:

উল্লেখ্য যে, আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ছাড়া এই তালিকায় ‘প্রথম দশে’ নেই বাংলার কোনো কলেজ-বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। তালিকায় যথাক্রমে ১৭ ও ২৬ নম্বর স্থানে আছে – যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবার (NIRF Ranking 2023), যাদবপুর ও কলকাতা ছিল যথাক্রমে- ১৩ ও ২৩ নম্বরে। সার্বিকভাবে দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় সপ্তম থেকে দশম স্থানে আছে যথাক্রমে- ৭) দিল্লি এইমস (All India Institute of Medical Sciences, Delhi); ৮) আইআইটি রুরকি (IIT Roorkee); ৯) আইআইটি গুয়াহাটি (IIT Guwahati) এবং ১০) দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU/Jawaharlal Nehru University)। শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বেশ কয়েক ধাপ পিছিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় পৌঁছে গিয়েছে নবম স্থানে। গতবার ছিল চতুর্থ স্থানে। কলকাতা বিশ্ববিদ্যালয় বা ক্যালকাটা ইউনিভার্সিটি (Calcutta University) দ্বাদশ স্থান (Rank- 12) থেকে পৌঁছে গিয়েছে অষ্টাদশ স্থানে (Rank-18)। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) NIRF Ranking এ এবার পিছিয়ে গিয়েছে। গত বছর (২০২৩) দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০১-১৫০ (101-150) এর মধ্যে ছিল বিদ্যাসাগর। এবার ফের (২০২২ সালের মতোই) ‘১৫১-২০০’ (151-200)-র তালিকায় ঠাঁই পেয়েছে মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University।

দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান:

অন্যদিকে, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকাতেও এবার এক ধাপ এগিয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। ষষ্ঠ স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে (Rank-5)। দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় গত বছরের মতো এবারও প্রথমেই রয়েছে মাদ্রাজ আইআইটি (IIT Madras। তারপর রয়েছে যথাক্রমে দিল্লি, বম্বে, কানপুর এবং খড়গপুর। রুরকি আইআইটি (IIT Roorkee) গতবার পঞ্চম স্থানে থাকলেও, এবার ষষ্ঠ স্থানে পৌঁছে গেছে। তালিকায় সপ্তম থেকে দশম স্থানে আছে যথাক্রমে- আইআইটি গুয়াহাটি, আইআইটি হায়দরাবাদ, তিরুচিরাপল্লি এনআইটি (NIT Tiruchirappalli) এবং আইআইটি বারাণসী (IIT Varanasi)। দেশের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় গত বছর (NIRF Ranking 2023) ‘প্রথম দশে’ প্রবেশ করলেও, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এবার দশম স্থান থেকে নেমে গেছে দ্বাদশ স্থানে। একাদশ স্থানে আছে ভেলর ইনস্টিটিউট অফ টেকনোলজি (Vellore Institute of Technology)। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গবেষণার মানেও সারা দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় এবার পঞ্চম স্থান (Rank 5) দখল করেছে পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)।

শ্রেষ্ঠ রিসার্চ ইনস্টিটিউটের তালিকা:

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

10 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

13 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago