thebengalpost.net
IIT Kharagpur:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ এপ্রিল: এবার বিদেশি পড়ুয়ারাও স্বাগত খড়্গপুর আইআইটি-তে। স্নাতকোত্তর (Postgraduate) এবং গবেষণা (Doctoral Programs)’র জন্য বিদেশি পড়ুয়াদের আবেদন জানানোর আহ্বান জানানো হয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর তরফে। আইআইটি’র আগস্ট সেমিস্টার (Autumn Semester 2023-’24) এর জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আইআইটি খড়্গপুরের তরফে। ৬০-টিরও বেশি স্নাতকোত্তর (Postgraduate/Masters) কোর্সে এবং ৫০-টির বেশি ডক্টরাল প্রোগ্রামে বা গবেষণা সংক্রান্ত বিষয়ে তাঁরা (বিদেশি পড়ুয়ারা) এই আবেদন জানাতে পারবেন।

thebengalpost.net
IIT Kharagpur:

গত ৩১ মার্চ (২০২৩) বিজ্ঞপ্তি জারি করে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ জানিয়েছেন, আসন্ন আগস্ট সেমিস্টারে (শরৎ সেমিস্টারে) ৬০-টিরও বেশি বিষয়ে স্নাতকোত্তর স্তরে বিদেশি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। কারিগরি, প্রযুক্তি, বেসিক সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আইন, মেডিসিন সহ নানা বিভাগে এই সুযোগ পাবেন বিদেশি শিক্ষার্থীরা। এইসব বিষয়ে বিদেশি পড়ুয়ারা খড়্গপুর আইআই-টিতে গবেষণাও করতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, মাস্টার্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (MHRM), মাস্টার ইন মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি (MMST), মাস্টার অফ সিটি প্ল্যানিং (MCP), আইনের উপর বিশেষ LLM কোর্স প্রভৃতি অভিনব ও যুগপোযোগী বিষয়ে স্নাতকোত্তর কোর্স করার সুযোগও পাবেন পড়ুয়ারা। এজন্য বিদেশি পড়ুয়ারা আইসিসিআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর মাধ্যমে আর্থিক সহায়তা এবং ভারতের বিভিন্ন স্কলারশিপ গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয় খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ তাঁদের নিজস্ব স্কলারশিপের সুবিধা দিতেও প্রস্তুত বলে জানানো হয়েছে। এমনকি, আইআইটি খড়্গপুরের প্রাক্তনীদের তৈরি বিশেষ স্কলারশিপের সুযোগও বিদেশি পড়ুয়ারা গ্রহণ করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। বিশদে জানার জন্য আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে (international.iitkgp.ac.in) এ যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।