IIT KHARAGPUR

IIT Kharagpur: গবেষণামূলক ‘অটল র‍্যাঙ্কিং’ এ পিছিয়ে গেল আইআইটি খড়্গপুর! প্রথম স্থান ধরে রাখল আইআইটি মাদ্রাজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ জানুয়ারি: টানা তৃতীয়বারের জন্য ‘অটল র‍্যাঙ্কিং’ (Atal Ranking- 2021) এ প্রথম স্থান বজায় রাখল আইআইটি মাদ্রাজ (IIT Madras)। এরপরের স্থানগুলোতে আছে যথাক্রমে, আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি রুরকি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC)), আইআইটি হায়দ্রাবাদ এবং আইআইটি খড়গপুর। এবার, অষ্টম স্থান দখল করলেও, বিগত পরপর দু’বছর (২০১৯ ও ২০২০) পঞ্চমস্থানে ছিল খড়্গপুর আইআইটি। সম্প্রতি প্রকাশিত Ranking এর বিচারে তিন ধাপ পিছিয়ে গিয়েছে আইআইটি খড়্গপুর! মূলত গবেষণার উপর নির্ভর করে হওয়া এই র‍্যাঙ্কিংয়ে ‘ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইমপর্টেন্স’ বিভাগে অষ্টমস্থান পেয়েছে খড়্গপুর আইআইটি। তবে, ‘অটল র‍্যাঙ্কিং’-এ পিছিয়ে পড়লেও, চলতি বছরেই ‘কিউএস আর্ন্তজাতিক র‍্যাঙ্কিং’ (QS World University Ranking) এ এগিয়েছিল খড়্গপুর আইআইটি। এছাড়াও, গবেষণার মানোন্নয়নের দৌলতে পেয়েছে ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র পুরস্কার।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) :

জানা গেছে, ব্যয়-বরাদ্দ, আয়, গবেষণার পরিকাঠামো, গবেষণা সম্পর্কে সচেতনতা প্রচার, উদ্যোগ-উন্নয়ন, বাণিজ্যিকীকরণ, গবেষণামূলক শিক্ষাপদ্ধতির মতো বিষয় বিচার করেই এই র‍্যাঙ্কিং হয়। এ বার তাতে পিছিয়ে যাওয়া নিয়ে প্রতিষ্ঠানের রেজিস্ট্রার তমাল নাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিষয়টি পর্যালোচনা করতে হবে। করোনার জন্য দীর্ঘ কয়েকমাস প্রতিষ্ঠানে পড়ুয়া না থাকায় গবেষণায় সামান্য প্রভাব তো পড়েছেই। তবে করোনার সময়েও কিন্তু করোনা পরীক্ষার কিট-সহ বহু গুরুত্বপূর্ণ গবেষণা চলেছে।” প্রসঙ্গত, গবেষক ও বি.টেক পড়ুয়াদের প্রতিষ্ঠানে ফেরার অনুমতি দেওয়া হলেও এখনও অনলাইনেই চলছে ক্লাস। এ নিয়ে আইআইটি’র অধ্যাপকদের মত, করোনার কারণে, গবেষণায় কিছুটা প্রভাব পড়েছে ঠিকই। দীর্ঘদিন পরীক্ষাগারও বন্ধ ছিল। র‍্যাঙ্কিংয়েও হয়তো এজন্য প্রভাব পড়তে পারে। তবে, অনেক অধ্যাপকের মতে আবার, করোনাকালেই গবেষণায় খড়্গপুর আইআইটির গবেষকরা কোভিড পরীক্ষার কিট ‘কোভির‍্যাপ’ (Covirap) আবিষ্কার করেছেন। প্রতিষেধকের জন্য উদ্ভাবন হয়েছে ব্যথাহীন নিডল। টেলি মেডিসিনের গবেষণায় মিলেছে সাফল্য। হয়েছে বাণিজ্যিকীকরণও। সবমিলিয়ে, চলতি বছরেই কিউএস র‍্যাঙ্কিংয়ে খড়্গপুর আইআইটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির ৩১৪ থেকে ২৮০ নম্বরে উঠেছে। এবারই প্রথম দেশের ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’ (সিআইআই) ১৭টি ক্ষেত্রের সঙ্গে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণার উপর সমীক্ষা চালিয়েছিল। তাতে একমাত্র খড়্গপুর আইআইটি-ই গত নভেম্বরে পুরস্কৃত হয়েছে। ফলে, অটল র‍্যাঙ্কিংয়ে কেন অবনমন জল্পনা আইআইটি চত্বরে!

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

8 hours ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

10 hours ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

2 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

2 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

4 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

5 days ago