thebengalpost.net
IIT Kharagpur:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩০ মার্চ: সম্প্রতি প্রকাশিত 13th QS World University Ranking-2023 অনুযায়ী কৃষি প্রযুক্তি (Agriculture) এবং সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering) এ ‘দেশের সেরা’ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে আইআইটি খড়্গপুরের। লন্ডনের কোয়াকোয়ারেলি সাইমন্ডস (Quacquarelli Symonds/ QS) সংস্থার বিচারে সামগ্রিক ভাবে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি বিভাগেও ব‌্যাপক উন্নতি করেছে আইআইটি খড়্গপুর। গতবার যেখানে সারা বিশ্বের মধ্যে ভারতের এই শিক্ষা প্রতিষ্ঠান ১০১-তম স্থান অধিকার করেছিল, এবার সেখানে ৮২-তম স্থান অধিকার করেছে। অপরদিকে, সারা দেশে চতুর্থ স্থান অধিকার করেছে আইআইটি খড়্গপুর। গত সপ্তাহেই QS আন্তর্জাতিক সংস্থার তরফে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।‌‌

thebengalpost.net
IIT Kharagpur:

এই ফলাফল অনুযায়ী, স্থাপত্যবিদ্যা, বস্তু বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আইআইটি খড়্গপুর। অন্যদিকে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আর্থ মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে তৃতীয় স্থান অধিকার করেছে বিশ্বখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠান। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে আন্তর্জাতিক র‌্যাঙ্কিং এও উন্নতি করেছে খড়্গপুর আইআইটি। গতবারের ১০৯ স্থানের তুলনায় এবার ৯৪-তম স্থানে উঠে এসেছে তারা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সারা বিশ্বে গতবারের ১১৮-তম স্থানের তুলনায় এবার ১০৬-তম স্থানে উঠে এসেছে আইআইটি খড়্গপুর। আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক ভি.কে তেওয়ারি জানান, “নিরন্তর প্রচেষ্টা এবং উদ্ভাবনী ক্ষমতার জন্য আইআইটি খড়্গপুর আজ সারা বিশ্বে এক স্বতন্ত্র স্থান করে নিয়েছে। ইসরো’র সঙ্গে চুক্তির মাধ্যমে মনুষ্যবিহীন রোবটিক মঙ্গল যান তৈরিতেও এগিয়ে এসেছে আইআইটি খড়্গপুর। প্রতিটি বিভাগে আরো উন্নতি করাই লক্ষ্য।”