মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: সোমবার (৫ জুন) প্রকাশিত NIRF- 2023 (National Institutional Ranking Framework 2023) অনুযায়ী সার্বিকভাবে (NIRF Overall Ranking 2023) দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের (Rank-1, Score- 86.69) তকমা ধরে রেখেছে আইআইটি মাদ্রাজ (IIT Madras/ মাদ্রাজ আইআইটি/ চেন্নাই আইআইটি)। তালিকায় সপ্তম স্থানে (Rank-7, Score- 71.82)) আছে খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)। গত পর পর দু’বছর (২০২১ ও ২০২২) সার্বিকভাবে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে ছিল আইআইটি খড়্গপুর। এই তালিকায় থাকা বাকি ৫-টি শিক্ষা প্রতিষ্ঠান হল, যথাক্রমে- আইআইএসসি বেঙ্গালুরু (IISC Bengaluru- Indian Institute of Science, Bengaluru), দিল্লি আইআইটি (IIT Delhi), বোম্বে আইআইটি (IIT Bombay), কানপুর আইআইটি (IIT Kanpur) এবং দিল্লি এইমস (All India Institute of Medical Sciences, Delhi)। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ছাড়া এই তালিকায় প্রথম দশে নেই বাংলার কোনো কলেজ-বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। তালিকায় যথাক্রমে ১৩ ও ২৩ নম্বর স্থানে আছে – যাদবপুর বিশ্ববিদ্যালয় (64.3) ও কলকাতা বিশ্ববিদ্যালয় (60.2)।

thebengalpost.net
IIT Kharagpur:

এদিকে, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গত বছরের (২০২২) মতোই যাদবপুর বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থানে আছে। যদিও, কলকাতা বিশ্ববিদ্যালয় বা ক্যালকাটা ইউনিভার্সিটি (Calcutta University) অষ্টম স্থান থেকে নেমে গেছে দ্বাদশ স্থানে। অন্যদিকে, দেশের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় এই প্রথম প্রথম দশে প্রবেশ করল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দশম স্থানে আছে যাদবপুর। দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকাতেও এক ধাপ পিছিয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে খড়্গপুর আইআইটি। দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় গত বছরের মতো এবারও প্রথমেই রয়েছে মাদ্রাজ আইআইটি। তারপর রয়েছে যথাক্রমে দিল্লি, বম্বে, কানপুর, রুরকি, খড়গপুর, গুয়াহাটি, হায়দরাবাদ আইআইটি এবং তিরুচিরাপল্লি এনআইটি। দশম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের সেরা মেডিকেল কলেজের তালিকায় পিজি বা এসএসকেএম (Institute of Post Graduate Medical Education & Research) আছে ২৪তম স্থানে (গত বছর ছিল ২১তম স্থানে)। কলকাতা মেডিকেল কলেজ (Calcutta Medical College) আছে ৪৫তম স্থানে (গতবার ছিল ৪৩তম স্থানে)। তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে দিল্লি এইমস (All India Institute of Medical Sciences, Delhi)।

অপরদিকে, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) NIRF Ranking এ এবার উন্নতি করেছে। গত বছর (২০২২) দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১৫০-২০০ (150-200) এর মধ্যে ছিল বিদ্যাসাগর। এবার সেখানে ১০০-১৫০ (100-150) এর মধ্যে উঠে এসেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য যে, প্রথম ১০০টি’র ক্ষেত্রে একক র‌্যাঙ্ক বা ইনডিভিজুয়াল র‌্যাঙ্ক (Individual Rank) দেওয়া হলেও, পরবর্তী ১০০টি (২০০ পর্যন্ত)’র ক্ষেত্রে সার্বিকভাবে র‌্যাঙ্ক জানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের তরফে। তবে, প্রত্যন্ত জঙ্গলমহল এলাকায় অবস্থান করেও, দেশের প্রথম দেড়শোটি (150) বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিতে পেরে খুশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের IQAC এর চেয়ারম্যান ড. মধুমঙ্গল পাল বলেন, “গবেষণা (Research) ও শিক্ষণ (Teaching-Learning) এর উন্নতির ফলেই আমরা র‌্যাঙ্কিং এও এগিয়েছি। তবে, প্রথম একশোর মধ্যে প্রবেশ করাই আমাদের লক্ষ্য।”

thebengalpost.net
Vidyasagar University: