thebengalpost.net
আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: পুজোর মরশুমেই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। সম্প্রতি, সেই মর্মে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.kgpiit.ac.in) বিজ্ঞাপ্তিও জারি করা হয়েছে। মোটা অংকের বেতনে সবমিলিয়ে ৩৬টি বিভিন্ন পদে মোট ১৮২ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর (২০২৩)।

thebengalpost.net
আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

পদ ও বেতনক্রম:
1. ডেপুটি রেজিস্ট্রার
পদ: 1টি
বেতন: 78800 – 209200 টাকা
2.অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার
পদ: 3টি
বেতন: 56100-177500
3.ডেপুটি লাইব্রেরিয়ান
পদ: 1টি
বেতন: 79800-131700
4.অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
পদ: 1 টি
বেতন: 57700-98200
5. প্রিন্সিপাল সফটওয়্যার/সিস্টেম/নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
পদ: 2টি
বেতন: 123100-215900
6. সিনিয়র সফটওয়্যার/ সিস্টেম/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (গ্রেড 1)
পদ: 1টি
বেতন: 78800-209200
7. সিনিয়র সফটওয়্যার/ সিস্টেম/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (গ্রেড 2)
পদ: 1টি
বেতন: 67700-208700
8. সফটওয়্যার/ সিস্টেম/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
পদ: 4টি
বেতন: 56100-177500
9.প্রিন্সিপাল মেডিকেল অফিসার
পদ:1 টি
বেতন: 123100-215900
10. সিনিয়র মেডিকেল অফিসার (গ্রেড 1)
পদ: 3টি
বেতন: 78800-209200
11. সিনিয়র মেডিকেল অফিসার (গ্রেড 2)
পদ: 7টি
বেতন: 67700-208700
12. মেডিকেল অফিসার
পদ: 9টি
বেতন: 56100-177550
13. স্পোর্টস অফিসার
পদ: 2টি
বেতন: 57700-98200
14. সিনিয়র কাউন্সেলর (গ্রেড 1)
পদ: 3টি
বেতন: 78800-209200
15. সিনিয়র কাউন্সেলর (গ্রেড 2)
পদ: 3টি
বেতন: 67700-208700
16. কাউন্সেলর
পদ: 2টি
বেতন: 56100-177500
17. এক্সিকিউটিভ অফিসার
পদ: 2টি
বেতন: 56100-177500
18. পাবলিক রিলশনশিপ অফিসার
পদ: 1টি
বেতন: 56100-177500

19. ল অফিসার
পদ: 1টি
বেতন: 56100-177500
20. সিনিয়র টেকনিক্যাল অফিসার (গ্রেড 2)
পদ:1টি
বেতন: 67700-208700
21. টেকনিক্যাল অফিসার
পদ:4টি
বেতন: 56100-177500
22. হিন্দি অফিসার
পদ: 1টি
বেতন: 56100-177500
23. অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
পদ: 5টি
বেতন: 56100-177500
24. সিনিয়র হিন্দি ট্রান্সলেটর
পদ: 2টি
বেতন: 44900-142400
25. জুনিয়র এক্সিকিউটিভ
পদ: 6টি
বেতন: 35400-112400
26. জুনিয়র অ্যাকাউন্টস অফিসার
পদ: 2টি
বেতন: 35400-112400
27. জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট
পদ: 20টি
বেতন: 35400-112400
28. স্টাফ নার্স
পদ: 15টি
বেতন: 35400-112400
29. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান(প্যাথলজি/রেডিওলজি/সাইকোথেরাপি)
পদ: 4টি
বেতন: 35400-112400
30. সিনিয়র লাইব্রেরী ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
পদ:1টি
বেতন: 35400-112400
31. ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর
পদ: 5টি
বেতন: 35400-112400
32. অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার (গ্রেড 2)
পদ: 1টি
বেতন: 35400-112400
33. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
পদ:8টি
বেতন: 21700-69100
34. জুনিয়র টেকনিশিয়ান/ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
পদ: 14টি
বেতন: 21700-69100
35. ড্রাইভার (গ্রেড 2)
পদ: 4টি
বেতন: 21000-69100
36. মাল্টি টাস্কিং স্টাফ
পদ: 41টি
বেতন: 18000-56900

thebengalpost.net
IIT Kharagpur এর বিজ্ঞপ্তি জারি :

বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৫/ ৩০/ ৩৫/ ৪০/ ৫০ বছরের মধ্যে। পদ অনুযায়ী বেতনক্রমও হবে বিভিন্ন। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা। আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.kgpiit.ac.in) গিয়ে সমস্ত নথি-সহ পদগুলিতে আবেদন জানাতে হবে।আবেদনের শেষ তারিখ আগামী ৩০ অক্টোবর (২০২৩)। এর পর বাছাই প্রার্থীদের প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী স্ক্রিনিং টেস্ট/ লিখিত পরীক্ষা/ সেমিনার উপস্থাপনা/ গ্রুপ ডিসকাশন/ ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলী সহ অন্যান্য তথ্য বিস্তারিত ভাবে জানতে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) অফিসিয়াল ওয়েবসাইট দেখা প্রয়োজন।

thebengalpost.net
IIT Kharagpur এর নির্দেশিকা :