দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৫ সেপ্টেম্বর: এই প্রথমবার বি.এড (B.Ed) করার সুযোগ দিচ্ছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। চলতি শিক্ষাবর্ষে (২০২৩-‘২৪) ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (ITEP)-র অধীন চার বছরের ইন্টিগ্রেটেড B.Sc-B.Ed (মাধ্যমিক পর্যায়) কোর্সে ভর্তির জন্য ইতিমধ্যে কাউন্সেলিংও শুরু হয়েছে বলে আইআইটি খড়্গপুর সূত্রে জানা গেছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকেই কাউন্সেলিং শুরু হয়ে গেছে বলে জানা যায়। চার বছরের এই ইন্টিগ্রেটেড কোর্সে এডুকেশন (Education) ছাড়া পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং অর্থনীতি (এই চারটি বিষয়ের মধ্যে)-র মধ্যে যেকোন একটি বিষয় বেছে নিতে হবে। ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্টে (এনসিইটি) প্রাপ্ত স্কোরের ভিত্তিতে পড়ুয়াদের উপরোক্ত চারটি বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয় বেছে নিতে হবে। চারটি বিষয় মিলিয়ে ৫০-টি আসন আছে বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ।

thebengalpost.net
বিজ্ঞাপন:

উল্লেখ্য যে, জাতীয় শিক্ষানীতি (NEP 2020) মেনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পরামর্শ অনুসারে এই ইন্টিগ্রেটেড বি.এড প্রোগ্রামটি চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু করা হয়েছে আইআইটি খড়্গপুরে। খড়্গপুর আইআইটি’র ডিরেক্টর প্রফেসর ভি.কে তেওয়ারি (Prof. Virendra Kumar Tewari) বলেন, “জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে আইআইটি খড়্গপুর প্রযুক্তিগত পড়াশোনা বা ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্স ছাড়াও বিজ্ঞান, ম্যানেজমেন্ট আইন, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি, আর্থিক প্রকৌশল, মানববিদ্যা (হিউম্যানিটিস), সমাজ বিজ্ঞান- প্রভৃতি বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে৷ এবার তাতে নতুন সংযোজন এই ইন্টিগ্রেটেড বি.এড কোর্স। স্কুলে (মাধ্যমিক) শিক্ষকতার জন্য যে কোর্স NCTE স্বীকৃত একটি পাঠক্রম। চার বছরের এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা উপরোক্ত চারটি বিষয়ের (Physics, Chemistry, Mathematics or Economics) মধ্যে যেকোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রী লাভের সঙ্গে সঙ্গেই নিজেদের বি.এড প্রশিক্ষণও সম্পন্ন করতে পারবে।”