IIT KHARAGPUR

IIT Kharagpur: ‘ইতিহাস’ সৃষ্টিকারী খড়্গপুর আইআইটি’র সমাবর্তনে সশরীরে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, খড়্গপুর, ১২ ডিসেম্বর: ‘প্লেসমেন্ট’ বা ক্যাম্পাসিং থেকে চাকরির বিচারে সম্প্রতি ‘ইতিহাস’ সৃষ্টি করেছে খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)। ১৬০০’র বেশি চাকরির অফার এবং ১১০০’র বেশি প্লেসমেন্ট নিয়ে দেশের ২৩-টি আইআইটি তথা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ‘প্লেসমেন্ট রেকর্ড’ ভেঙে দিয়েছে খড়্গপুর আইআইটি। সর্বোচ্চ বেতনের নিরিখেও হয়েছে রেকর্ড। সর্বোচ্চ মাইনের প্যাকেজ বাৎসরিক ২ কোটি ৪০ লক্ষ টাকা। সেই খড়্গপুর আইআইটি’র ৬৭ তম সমাবর্তন (67th Convocation) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। আর, সমাবর্তন মঞ্চে এবার সশরীরে উপস্থিত থাকতে চলেছেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। থাকবেন খড়্গপুর আইআইটি’র পরিচালন সমিতির সভাপতি তথা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। জানা গেছে, প্রায় তিনশো পড়ুয়াকে মঞ্চ থেকেই দেওয়া হবে শংসাপত্র। তবে, ওই পড়ুয়ারা এবং আমন্ত্রিত অতিথি ছাড়া, অন্য কাউকে অনুষ্ঠানের সশরীরে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে না বলেও জানা গেছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সমাবর্তন ঘোষণা (ছবি- IIT Kharagpur Page) :

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবারই প্রথম অনুষ্ঠান মঞ্চ থেকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ (Lifetime Achievement Award) প্রদান করা হবে। এবার এই পুরস্কার পাচ্ছেন আইআইটি’র মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান এম.এ রামলু। একই সঙ্গে পাঁচজন গুণীজনকে ‘লাইফ ফেলো অ্যাওয়ার্ড’ (Life Fellow Award) প্রদান করা হবে। এছাড়াও, অন্যান্য বছরের মতো ‘ডিস্টিঙ্গুইশড অ্যালামনি অ্যাওয়ার্ড’ (Distinguished Alumni Award) ও দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সাল অবধি খড়্গপুর আইআইটি’র সমাবর্তনে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি উপস্থিত থাকতেন। অতিমারী পরিস্থিতিতে ২০২০’র সমাবর্তনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার অবশ্য সশরীরে উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আইআইটি সূত্রে জানা গেছে, চূড়ান্ত চিঠি এখনও না এলেও, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। তবে, খড়্গপুর আইআইটি’র ৮০ শতাংশ পড়ুয়াই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না। তা সত্ত্বেও অতিমারী আবহ কাটিয়ে, কিছুটা স্বাভাবিক অবস্থায় অনুষ্ঠিত হতে চলা এই সমাবর্তন ঘিরে আইআইটি কর্তৃপক্ষ থেকে পড়ুয়াদের উৎসাহের অন্ত নেই!

উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (ছবি- IIT Kharagpur Page)

এদিকে, শনিবার (১২ ডিসেম্বর) একটি প্রেস বিবৃতি থেকে জানা গেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর (Indian Institute of Technology Kharagpur) এই বছর আইআইটির ইতিহাসে সবচেয়ে বেশি প্লেসমেন্ট অফার পেয়েছে। আইআইটি খড়গপুর নিজেদের বয়ানে জানিয়েছে, “বর্তমান মহামারীর পরিস্থিতি সত্ত্বেও, আইআইটি খড়্গপুরে বড় সংখ্যায় প্রি-প্লেসমেন্ট অফার (Pre-Placement Offers) এসেছে, যা ভারতের অন্য সমস্ত শীর্ষ উচ্চ শিক্ষাসংস্থানগুলির চেয়ে বেশি।” জানা গেছে, ডিসেম্বরের ১১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত প্রথম পর্যায়ের এই ক্যাম্পাসিংয়ে আইআইটি খড়গপুরের ছাত্ররা ৩৫টি আন্তর্জাতিক চাকরির অফার পেয়েছে। দুটি বড় নিয়োগকারী সংস্থা বাৎসরিক ২- ২.৪ কোটি টাকা প্যাকেজ সহ দুটি বড় প্রস্তাব দিয়েছে। ২০ টির বেশি কোটি টাকার প্যাকেজের অফার এসেছে। এও জানা গেছে, আইআইটি খড়্গপুরের এই নিয়োগকারী প্রধান কোম্পানিগুলির মধ্যে ছিল- ক্যালকম, মাইক্রোসফট, গুগল, উবের, ইন্টেল, আমেরিকান এক্সপ্রেস, হ্যানিবেল, স্যামসাঙ, আইবিএম প্রভৃতি। সফটওয়্যার, অ্যানালিটিক্স, কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং, ব্যাঙ্কিং, ফিনান্স সহ সমস্ত ক্ষেত্রের ১০০-র বেশি কোম্পানি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: প্রায় দুই দশক পর প্রাথমিকের রাজ্য ক্রীড়া শহর মেদিনীপুরে! বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: ২০০৮-র পর ২০২৫। ১৭ বছর পর প্রাথমিকের…

13 hours ago

Medinipur: পৌরহিত্যে হাতে খড়ি ছাত্রীর! নতুন অধ্যায় মেদিনীপুরের স্কুলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: সরস্বতী পূজায় এ এক অন্য হাতে খড়ি!…

22 hours ago

Midnapore: পাত্রী ১৪, পাত্র ১৭! গোপনে বিয়ে করে গভীর রাতে বাড়িতে; ভোরেই হানা দিয়ে সব ভণ্ডুল করলেন ‘দাবাং’ BDO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: পাত্রী নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। বয়স মাত্র…

24 hours ago

Midnapore : ‘কুরুক্ষেত্র’ এবার শহর মেদিনীপুরে! পাটনাবাজারের পুজোর বাজেট প্রায় ৮ লক্ষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: কথায় বলে, "যা নেই ভারতে (মহাভারতে), তা…

3 days ago

Midnapore: “তীর্থস্থানে ঘোরাই ছিল নেশা!” মহাকুম্ভেই ‘যাত্রা’ শেষ করলেন শালবনীর বৃদ্ধা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: "সবাই বলছেন এরকম এক পবিত্র স্থানে বা…

6 days ago

Midnapore: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মিনারা, একুশাতেও মুখ দেখা হল না সন্তানের! সদ্যজাত ভর্তি মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: মঙ্গলবার (২৮ জানুয়ারি)-ই কলকাতার SSKM হাসপাতাল থেকে…

1 week ago