দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ অক্টোবর: মর্মান্তিক! আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) বছর ২৩-এর মেধাবী ছাত্র অকালেই পাড়ি দিলেন চির ঘুমের দেশে। শুক্রবার সকালে হোস্টেলের রুম থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)-এর তৃতীয় বর্ষের এই ছাত্রের দেহ উদ্ধার হয়। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে আইআইটি খড়্গপুর ক্যাম্পাসের মধ্যে লালা লাজপত রায় হস্টেলের একটি বন্ধ রুম থেকে দুর্গন্ধ বেরোনোয়, আইআইটি কর্তৃপক্ষের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। খড়্গপুর টাউন থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত ছাত্রের নাম ফাইজান আহমেদ (Faizan Ahmed)। তাঁর বাড়ি আসামের তিনসুকিয়া এলাকায়। জানা গেছে, প্রায় দু’দিন ধরে রুমের মধ্যেই মৃতদেহ পড়ে ছিল! তাতেই দেহ থেকে গন্ধ বেরোতে শুরু করে।

thebengalpost.net
ফাইজান আহমেদ (Faizan Ahmed) :

তবে, কিভাবে মৃত্যু, তার সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি। আইআইটি কর্তৃপক্ষের তরফেও কিছু জানানো হয়নি। তবে, পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক চাপ এবং শারীরিক কোনো অসুস্থতার কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। জানা গেছে, ফইজান আহমেদ আর.পি হলের (রাজেন্দ্র প্রসাদ হল) ছাত্র। কিন্তু, গত দু’তিন দিন ধরে ফাইজান তাঁর বন্ধুদের সঙ্গে লালা লাজপত রায় হলে গিয়ে থাকছিলেন। সেই হল থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। প্রশ্ন উঠছে, গত দু’দিন ধরে ফাইজান-কে দেখতে না পেয়েও তাঁর হস্টেলের অন্য বন্ধুরা খোঁজ খবর নেননি কেন? দু’দনি ধরে তাঁর রুম বন্ধ থাকা সত্ত্বেও, কর্তৃপক্ষ, নিরাপত্তারক্ষী বা বন্ধুদের নজরে এলো না কেন? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

thebengalpost.net
ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে দেহ: