দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ ডিসেম্বর: দেশের অন্যান্য সমস্ত আইআইটি (IIT)-কে ছাপিয়ে গিয়ে বার্ষিক বেতনের নয়া রেকর্ড গড়লো খড়্গপুর আইআইটি (IIT KHARAGPUR)! সম্প্রতি চলা প্লেসমেন্ট সেশন বা ক্যারিয়ার ক্যাম্পাসিং প্রক্রিয়ায় এক পড়ুয়া বিপুল বেতনের চাকরি পেয়ে রেকর্ড গড়লেন। ওই পড়ুয়া (এখনও নাম প্রকাশ করেননি আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ) একটি ট্রেডিং ফার্মে বার্ষিক ২ কোটি ৬৮ লক্ষ বেতনের (2.68 cr CTC) চাকরি পেয়েছেন বলে জানা গেছে। এছাড়াও, ১২ জন পড়ুয়া পেয়েছেন বার্ষিক ১ কোটি বা তার থেকে বেশি বেতনের চাকরি পেয়েছেন বলেও জানা গেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর), বিজ্ঞপ্তি দিয়ে খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)’র তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অন্তত ১২ জন পড়ুয়া বেতন হিসাবে বছরে ১ কোটি টাকার প্যাকেজ পেয়েছেন। এই সাফল্যকে ‘যুগান্তকারী’ বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।

thebengalpost.net
আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব মিলিয়ে দ্বিতীয় দিনের মধ্যেই ১০০০-এর বেশি চাকরির প্রস্তাব পেয়েছিলেন আইআইটি’র পড়ুয়ারা। যা ‘দ্রুততম’ বলেও দাবি করা হয়েছে। এ ছাড়া জানানো হয়েছে, এক পড়ুয়া বছরে ২ কোটি ৬৮ লক্ষ টাকা বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন। এটা দেশের সব আইআইটির মধ্যে সর্বোচ্চ বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে, চলতি বছরে (২০২২-এ) আইআইটি খড়গপুরে বিদেশ থেকে মোট ৪৫-টি অফার এসেছে বলে জানা গেছে। তার মধ্যে ২৮-টিই জাপান থেকে। ৯টি তাইওয়ান, ৩টি মার্কিন যুক্তরাষ্ট্র, ২টি সিঙ্গাপুর থেকে। ৩-টি অন্যান্য দেশ থেকে। ফলে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, এশিয়ার দেশগুলিরও যে আইআইটি ইঞ্জিনিয়ারদের প্রতি বেশ আগ্রহ রয়েছে, তা বলাই বাহুল্য!