IIT KHARAGPUR

IIT Kharagpur: বরদাস্ত নয় অ্যালকোহল, পড়ুয়াদের সতর্ক করল IIT খড়্গপুর! ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা অবধি জরিমানার নিদান; করা হতে পারে বহিষ্কারও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৬ এপ্রিল: ক্যাম্পাসের মধ্যে অ্যালকোহল পান (মদ্যপান) করলে, প্রথমবার ৫ হাজার টাকা জরিমানা (Fine)-র সঙ্গে ‘সতর্ক’ করে ছেড়ে দেওয়া হবে। তবে, দ্বিতীয়বার ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানা করার সাথে সাথেই, কর্তৃপক্ষের তরফে অভিযুক্ত পড়ুয়ার বাবা-মা তথা অভিভাবককে জানানো হবে। আর, তারপরও একই অপরাধে (ক্যাম্পাসের মধ্যে মদ্যপান) অভিযুক্ত হলে ওই পড়ুয়াকে আইআইটি’র ‘ডিসিপ্লিনারি কমিটি’ (DC)-র সিদ্ধান্ত মেনে নিতে হবে। সেক্ষেত্রে আর্থিক জরিমানার পাশাপাশি অ্যাকাডেমিক পানিশমেন্ট তথা ডিগ্রি বা পড়াশোনার উপরও নেমে আসতে পারে শাস্তির খড়গ! সম্প্রতি (১০ এপ্রিল), আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের কাছে এমনই একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। ক্যাম্পাসের মধ্যে পড়ুয়াদের ‘মদ্যপান’ কোনোভাবেই যে বরদাস্ত করা হবেনা, তা স্পষ্ট করা হয়েছে এই নির্দেশিকায়।

IIT Kharagpur:

কিন্তু, ক্যাম্পাসের বাইরে মদ্যপান করলে? এক্ষেত্রে, এই নির্দেশিকায় জানানো হয়েছে- যদি কোনও পড়ুয়া বাইরে (ক্যাম্পাসের বাইরে/ আউটসাইড) মদ্যপান করে ধরা পড়েন অথবা মদ্যপান করে বাইরে কোন ঝামেলায় জড়ান; সেক্ষেত্রে প্রথমবার তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা (Fine) করা হবে এবং ওই পড়ুয়ার বাবা-মা (অভিভাবক)-কে ডেকে পাঠানো হবে। তাঁদের ‘মুচলেকা’ দিয়ে ঘোষণা করতে হবে, ভবিষ্যতে ওই পড়ুয়া কখনোই আর এই কাজ করবেন না! তবে, দ্বিতীয়বারও যদি ওই পড়ুয়া একই ঘটনা ঘটান, তাহলে ৫০ হাজার টাকা জরিমানার সাথে সাথে DC-র যেকোনও শাস্তি মাথা নিতে হবে। প্রয়োজনে ওই পড়ুয়াকে বহিষ্কারও করা হতে পারে! এই বিষয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৭ হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে সকলেই যে সুশৃঙ্খল হবেন, এমনটা নয়। তাই, এই নির্দেশিকার মাধ্যমে আইআইটি’র সমস্ত পড়ুয়াকেই ‘সতর্ক’ (Warning) করে দেওয়া হয়েছে। যদিও, নির্দেশিকায় অ্যালকোহল ছাড়া অন্যান্য মাদকের (গাঁজা, হেরোইন প্রভৃতি) বিষয়ে কোনও শাস্তির নিদান না থাকায়, বিভিন্ন মহল থেকেই সমালোচনার ঝড় উঠেছে! এ প্রসঙ্গে যদিও আইআইটি’র এক আধিকারিক জানিয়েছেন, অ্যালকোহল উল্লেখ করা হলেও, যেকোন ধরনের মাদকের ক্ষেত্রেই একই শাস্তি প্রযোজ্য হবে।

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

8 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

16 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago