thebengalpost.net
IIT Kharagpur:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৬ এপ্রিল: ক্যাম্পাসের মধ্যে অ্যালকোহল পান (মদ্যপান) করলে, প্রথমবার ৫ হাজার টাকা জরিমানা (Fine)-র সঙ্গে ‘সতর্ক’ করে ছেড়ে দেওয়া হবে। তবে, দ্বিতীয়বার ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানা করার সাথে সাথেই, কর্তৃপক্ষের তরফে অভিযুক্ত পড়ুয়ার বাবা-মা তথা অভিভাবককে জানানো হবে। আর, তারপরও একই অপরাধে (ক্যাম্পাসের মধ্যে মদ্যপান) অভিযুক্ত হলে ওই পড়ুয়াকে আইআইটি’র ‘ডিসিপ্লিনারি কমিটি’ (DC)-র সিদ্ধান্ত মেনে নিতে হবে। সেক্ষেত্রে আর্থিক জরিমানার পাশাপাশি অ্যাকাডেমিক পানিশমেন্ট তথা ডিগ্রি বা পড়াশোনার উপরও নেমে আসতে পারে শাস্তির খড়গ! সম্প্রতি (১০ এপ্রিল), আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের কাছে এমনই একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। ক্যাম্পাসের মধ্যে পড়ুয়াদের ‘মদ্যপান’ কোনোভাবেই যে বরদাস্ত করা হবেনা, তা স্পষ্ট করা হয়েছে এই নির্দেশিকায়।

thebengalpost.net
IIT Kharagpur:

কিন্তু, ক্যাম্পাসের বাইরে মদ্যপান করলে? এক্ষেত্রে, এই নির্দেশিকায় জানানো হয়েছে- যদি কোনও পড়ুয়া বাইরে (ক্যাম্পাসের বাইরে/ আউটসাইড) মদ্যপান করে ধরা পড়েন অথবা মদ্যপান করে বাইরে কোন ঝামেলায় জড়ান; সেক্ষেত্রে প্রথমবার তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা (Fine) করা হবে এবং ওই পড়ুয়ার বাবা-মা (অভিভাবক)-কে ডেকে পাঠানো হবে। তাঁদের ‘মুচলেকা’ দিয়ে ঘোষণা করতে হবে, ভবিষ্যতে ওই পড়ুয়া কখনোই আর এই কাজ করবেন না! তবে, দ্বিতীয়বারও যদি ওই পড়ুয়া একই ঘটনা ঘটান, তাহলে ৫০ হাজার টাকা জরিমানার সাথে সাথে DC-র যেকোনও শাস্তি মাথা নিতে হবে। প্রয়োজনে ওই পড়ুয়াকে বহিষ্কারও করা হতে পারে! এই বিষয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৭ হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে সকলেই যে সুশৃঙ্খল হবেন, এমনটা নয়। তাই, এই নির্দেশিকার মাধ্যমে আইআইটি’র সমস্ত পড়ুয়াকেই ‘সতর্ক’ (Warning) করে দেওয়া হয়েছে। যদিও, নির্দেশিকায় অ্যালকোহল ছাড়া অন্যান্য মাদকের (গাঁজা, হেরোইন প্রভৃতি) বিষয়ে কোনও শাস্তির নিদান না থাকায়, বিভিন্ন মহল থেকেই সমালোচনার ঝড় উঠেছে! এ প্রসঙ্গে যদিও আইআইটি’র এক আধিকারিক জানিয়েছেন, অ্যালকোহল উল্লেখ করা হলেও, যেকোন ধরনের মাদকের ক্ষেত্রেই একই শাস্তি প্রযোজ্য হবে।