দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ ডিসেম্বর: চাকরির বন্যা আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)! বছরে কোটি টাকা বেতনের চাকরির অফার পেলেন একাধিক পড়ুয়া। সর্বোচ্চ ২ কোটি ৬০ লক্ষ টাকা (2.6 Cr. CTC) বেতনের চাকরি পেলেন এক পড়ুয়া। ক্যাম্পাসিংয়ের (প্লেসমেন্ট সেশনের) প্রথম দিনে আইআইটি খড়গপুরের পড়ুয়ারা ৭৬০-টিরও বেশি প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও) পেয়েছেন বলে জানা গেছে আইআইটি সূত্রে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অর্থাৎ ক্যাম্পাসিংয়ের প্রথম দিন ১৬-টি আন্তর্জাতিক অফার পেয়েছেন পড়ুয়ারা। এর মধ্যে, ২ জন পেয়েছেন বছরে কোটি টাকার (CTC) চাকরির অফার। সর্বোচ্চ ২ কোটি ৬০ লক্ষ টাকার (CTC) অফার পেয়েছেন এক পড়ুয়া।
জানা গেছে, প্রথম দিনই অ্যাপল, এয়ারবাস, আলফাগ্রেপ, ক্যাপিটাল ওয়ান, এক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফ্ট, রুব্রিক, স্কয়ার পয়েন্ট ইত্যাদি মোট ৩৪-টি কোম্পানি প্লেসমেন্ট প্রক্রিয়ায় বা ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেছে। আইআইটি খড়গপুরের পড়ুয়ারা (Students of IIT Kharagpur) এবার আটশো (৮০০)’র বেশি ইন্টার্নশিপ অফার পেয়েছেন বলে জানা গেছে। সফটওয়্যার (software), এনালিটিক্স (analytics), কনসাল্টিং (consulting), ফাইন্যান্স এন্ড ব্যাংকিং (finance & banking) প্রভৃতি ক্ষেত্রে ইন্টার্নশিপ (internship) এর সুযোগ পেয়েছেন বলে জানা গেছে আইআইটি সূত্রে। আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সিডিসি (CDC/ Carrer Development Centre)’র চেয়ারম্যান এ. রাজাকুমার পড়ুয়াদের এই সাফল্যে উচ্ছ্বসিত। তিনি অংশগ্রহণকারী সংস্থাগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন।