তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: ট্রেকারে চেপে কাজে বেরিয়েছিলেন বছর ৩৫ এর যুবক বীনেশ্বর। ট্রেকারের একেবারে পেছনে কোনোমতে পা ঝুলিয়ে বসেছিলেন তিনি। হঠাৎ একটি দশ চাকার লরি ট্রেকারের পেছনে এসে সজোরে ধাক্কা মারে! গুরুতর আহত হন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের দন্দিপুরের বাসিন্দা বীনেশ্বর দোলুই। মাস তিনেক আগের সেই ভয়াবহ দুর্ঘটনায় তরতাজা যুবক বীনেশ্বরের দু’টি পা-ই বাদ যায়। জটিল অস্ত্রপচারে চিকিৎসকরা হাঁটুর নিচে থেকে পায়ের বাকি অংশ বাদ দিতে বাধ্য হন। অভাবের সংসারে যেন মাথায় বাজ পড়ে! বীনেশ্বরের একটি হুইলচেয়ার খুব প্রয়োজন ছিল, তাও কিনতে পারছিলেন না। সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়ার-ই যুবকের পাশে দাঁড়ালেন চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। সোমবার তাঁর হাতে তুলে দিলেন একটি হুইপ চেয়ার। বিডিও’র এই মানবিকতায় মুগ্ধ বীনেশ্বর ও তাঁর পরিবার।

thebengalpost.net
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমষ্টি উন্নয়ন আধিকারিক:

উল্লেখ্য যে, ঘাটাল মহকুমার এই দুঃস্থ পরিবারের কর্মঠ যুবক বীরেশ্বরের এই অসহায়তার খবর দু’দিন আগেই এক সাংবাদিকের মাধ্যমে শোনেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। রবিবার তিনি দন্দিপুর এলাকার ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে নিজের কার্যালয়ে ডাকেন। সোমবার তাঁর হাতে একটি হুইলচেয়ার তুলে দেন। এমনকি, পরবর্তীকালে কোন অসুবিধায় পড়লে, প্রশাসনিক সাহায্য ছাড়াও, ব্যক্তিগতভাবেও সাধ্যমত পাশে থাকার আশ্বাস দেন মানবিক বিডিও। এদিকে, বিডিও সাহেবের এই মহানুভবতায় খুশি বীনেশ্বরের গোটা পরিবার। তাঁরা বলেন, “চন্দ্রকোনার বিডিও আমাদের মত অসহায় মানুষের কাছে সাক্ষাৎ দেবদূত!”