thebengalpost.net
উদ্ধার:

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: গত প্রায় এক সপ্তাহ ধরেই রাজ্য সড়কের ধারে পরিত্যক্ত এলাকায় অসুস্থ অবস্থায় পড়েছিলেন এক ভবঘুরে। অনেকেই দেখেছিলেন। তবে, না দেখার ভান করে চলে গিয়েছেন হয়তো। অবশেষে, অসুস্থ ওই ব্যক্তিকে সযত্নে উদ্ধার করে, হাসপাতালে ভর্তি করে মানবিকতার পরিচয় দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের একদল যুবক। যুবকদের এই কীর্তির কথা শুনে, পাশে দাঁড়ালেন চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী।

thebengalpost.net
অসুস্থ ব্যক্তি :

জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ধারে কেঠিয়া ব্রিজ এলাকায় অজ্ঞাত পরিচয় এক ভবঘুরে প্রায় সাতদিন ধরে রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় পড়েছিলেন। রাস্তায় যাতায়াতের পথে পথচারীরা ভ্রুক্ষেপ করেননি! কেউই নজর দেয়নি ভবঘুরের প্রতি। শনিবার সন্ধ্যার দিকে একদল যুবক ওই এলাকা দিয়ে যাওয়ার পথে লক্ষ্য করেন অসুস্থ ওই ভবঘুরেকে। এই দলে ছিলেন- কুমার রঞ্জন কর, উৎপল পাল, শেখ মহ: মুজিব, শেখ আতব আলী, শেখ খোকন। বেড়াতে বেরিয়ে এই যুবকদল রাতের অন্ধকারে দেখতে পান অসুস্থ ভবঘুরেকে। দেখেই তাঁরা বুঝতে পারেন, ওই ব্যক্তি অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন। দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা না করলে হয়তো প্রাণহানিও ঘটতে পারে। সঙ্গে সঙ্গে ক্ষীরপাইয়ের ওই যুবকদল অসুস্থ ওই ব্যক্তিকে উদ্ধার করে, ভর্তি করেন ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে।

প্রথমে যদিও হাসপাতালের তরফ থেকে ওই ব্যক্তিকে ভর্তি নিতে না চাইলেও, শেষমেষ ভর্তি নেওয়া হয়। রবিবার এই খবর পেয়েই ওই ব্যক্তির সাথে দেখা করতে যান চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। তিনি গিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং সমস্ত ধরনের চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশ দেন। বিডিও অসুস্থ ওই ভবঘুরেকে খাবার, ফলমূল ও জল দিয়ে আসেন। এই ঘটনায় এলাকার মানুষের মনে প্রশ্ন উঠছে, ক্ষীরপাই পৌরসভার রাজ্য সড়কের পাশে এভাবে এক অসুস্থ ভবঘুরে সাত দিন ধরে পড়ে থাকলেও, কেন পৌর প্রশাসনের নজরে পড়লো না? নাকি নজরে পড়লেও, বিষয়টি তাঁরা এড়িয়ে গেছেন! বর্তমানে অসুস্থ ওই ভবঘুরে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে, ডাক্তার অসীম জানার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ও ক্ষীরপাই টিওপির আইসি গোবর্ধন সাউ, পঞ্চ পান্ডবের এই কীর্তির ভূয়সী প্রশংসা করেছেন এবং চিকিৎসার ব্যাপারে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

thebengalpost.net
উদ্ধার:

thebengalpost.net
হাসপাতালে পৌঁছলেন বিডিও :