Health

Midnapore: কীর্তনের ‘প্রসাদ’ খেয়ে পশ্চিম মেদিনীপুরে শিশু-মহিলা সহ ৫৬ জন অসুস্থ! ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ জানালেন CMOH

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ মে:গত কয়েকদিন ধরে গ্রামে চলছিল হরিনাম সংকীর্তন। সোমবার-ই ছিল সেই অনুষ্ঠানের শেষদিন। আর, শেষদিনেই ঘটল অঘটন! পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কিয়ামাচা এলাকায় কীর্তনের প্রসাদ খেয়ে গ্রামের অধিকাংশ মানুষই অসুস্থ হয়ে পড়লেন। সেই তালিকায় আবার শিশু ও মহিলার সংখ্যাই বেশি। সবমিলিয়ে ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। সকলেরই উপসর্গ প্রায় একই। পেটের যন্ত্রণা, বমি প্রভৃতি। প্রাথমিক ভাবে তাই মনে করা খাদ্যে বিষক্রিয়ার কারণে বা প্রসাদে বিষাক্ত কিছু পড়ে যাওয়ার কারণেই, গ্রামের এতজন মানুষ একসঙ্গে অসুস্থ হয়েছেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদাও প্রাথমিকভাবে তেমনটাই মনে করছেন। তিনি জানিয়েছেন, গতকাল রাত থেকেই স্বাস্থ্য দপ্তরের দল পৌঁছে গেছে ওই গ্রামে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন তিনি।

হাসপাতালে স্থানীয়দের সাথে কথা বলছেন পুলিশ প্রশাসনের লোকজন:

উল্লেখ্য যে, সোমবার বিকেল নাগাদ হরিনাম সংকীর্তন বা কীর্তন অনুষ্ঠানের প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। এর মধ্যে একাধিক শিশুও আছে। আছেন মহিলারা। অসুস্থদের মধ্যে প্রায় ৫৬ জনকে স্থানীয় কেওয়াকোল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, প্রায় ৩৫ জনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায়, রাতের মধ্যে তাদের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে জানা গেছে, একাধিক শিশু সহ প্রায় প্রত্যেকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অন্যদিকে, শালবনী ছাড়া বাকি ২১ জন চিকিৎসাধীন আছেন কেওয়াকোল ও দ্বারিগেড়িয়া হাসপাতালে। মঙ্গলবার সকাল থেকেই গ্রামে‌ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের লোকজন আছেন। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা এবং ‌জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র।

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

1 day ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

1 day ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

2 days ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

4 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

4 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

4 days ago