Health

Medinipur: এবার খড়্গপুর হাসপাতালেও ‘মাতৃমা’ ভবন! ঢেলে সাজানো হচ্ছে জেলার অন্যান্য হাসপাতালগুলিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: ভেজাল স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ‘মাতৃমা’ বিভাগে এক প্রসূতি ও এক সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য। গত ৮ জানুয়ারি, বুধবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ‘মাতৃমা’ বিভাগে ঠিক কি ঘটেছিল? সেই বিষয়ে সিআইডি তদন্ত চলছে। তবে, সিজারের পরই পাঁচ প্রসূতির অসুস্থ হয়ে পড়ার ঘটনায় নিষিদ্ধ সংস্থার স্যালাইন (রিঙ্গারস ল্যাকটেট/RL) প্রয়োগ এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। এর মধ্যেই জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর এবার খড়্গপুর মহকুমা হাসপাতালেও একটি ১০০ শয্যার অত্যাধুনিক ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ (বা, মাতৃমা) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। এছাড়াও, জেলার বেশ কয়েকটি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোও ঢেলে সাজানোর কাজ চলছে বলে সোমবার সকালে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী।

খড়গপুর মহকুমা হাসপাতালের নতুন ভবন:

বিজ্ঞাপন (Advertisement):

খড়গপুর মহকুমা হাসপাতালে (Kharagpur SDH) ‘মাতৃমা’ বিভাগ: জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক (CMOH) জানান, “সম্প্রতি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে খড়গপুর মহকুমা হাসপাতালের একটি ১০০ শয্যার কোভিড ওয়ার্ড গড়ে তোলা হয়ছিল। নতুন এই চার তলা ভবনের শুধুমাত্র একটি তলাই এই মুহূর্তে প্রশাসনিক কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা এই নতুন ভবনটিকেই মা ও শিশুদের উন্নত চিকিৎসার জন্য ব্যবহার করার পরিকল্পনা করে এগোচ্ছি। ওখানে মাদার অ্যান্ড চাইল্ড হাব (মাতৃমা) হলে উপকৃত হবেন খড়্গপুর শহর সহ মহকুমাবাসী। ইতিমধ্যে, জেলাশাসকের অনুমোদন ক্রমে আমার PWD-কে দিয়ে এস্টিমেট করাচ্ছি। তারপর তা প্রস্তাব আকারে স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। আমাদের ফান্ডে আগে থেকেই যে অর্থ আছে, তা দিয়েই বেশিরভাগ কাজ হয়ে যাবে বলে আশা করছি।”
কি কি থাকবে নতুন এই মাতৃমা বিভাগে?
চার তলা ভবনের দোতলায় তিনটি ওটি রুম এবং একটি লেবার রুম থাকবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য অধিকারিক। তিন তলা ও চার তলাতে যথাক্রমে প্রসূতি ও সদ্যজাতদের রাখা হবে। সবমিলিয়ে শয্যা সংখ্যা হবে ১০০টি। CMOH বলেন, মায়েদের জন্য ৮০টি ও শিশুদের জন্য ২০টি বেড রাখা হবে। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, পুরানো ভবনে আর স্ত্রী ও প্রসূতি ওয়ার্ড এবং শিশু বিভাগ রাখা হবেনা। সবটাই নতুন এই ভবনে সামান্তরিত করা হবে। পুরো বিষয়টিই আগামী ২-৩ মাসের মধ্যে (বা পুজোর আগেই) সম্পূর্ণ করার ইচ্ছা আছে বলে জানিয়েছেন CMOH।

অন্যদিকে, জেলার নিম্নলিখিত হাসপাতালগুলির পরিকাঠামোও আমূল বদলে ফেলার কাজ চলছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী। তিনি জানিয়েছেন-
১)ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালের রোগীদের চাপ থাকায় সম্পূর্ণ নতুন একটি ভবন তৈরি করা হচ্ছে। শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হবে।
২) কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হবে।
৩) আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০ শয্যার ইন্ডোর পরিষেবা চালু করা হবে।
৪)কেশপুর গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করা হবে।

মাতৃমা ভবন হিসেবে গড়ে তোলার উদ্যোগ:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

6 hours ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

14 hours ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

2 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

3 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

5 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

7 days ago