Health

MR Vaccination: পশ্চিম মেদিনীপুরের প্রায় সাড়ে ১১ লক্ষ শিশুকে বিনামূল্যে দেওয়া হবে মিজলস-রুবেলা ভ্যাকসিন

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: আগামী ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর (২০২২) পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বা ছেলেমেয়েদের বিনামূল্যে দেওয়া হবে মিজলস-রুবেলা (Measles Rubella Vaccine) ভ্যাকসিন। জেলার প্রায় সাড়ে ১১ লক্ষ শিশুকে এই টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, রুবেলা ভাইরাস (Rubella Virus), ‘জার্মান হাম’ হিসেবে পরিচিত হলেও, সাধারণ হাম (Measles)- এর তুলনায় অনেক বিপজ্জনক! প্রতিবছর ভারতের প্রায় ৫ হাজার শিশু এবং সারা বিশ্বে প্রায় ১ লক্ষ শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়। উপসর্গ (লাল ফুসকুড়ি, র‍্যাশ, জ্বর, মাথাব্যথা প্রভৃতি) প্রাথমিকভাবে সাধারণ হামের মতো মনে হলেও, একাধিক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হয় শিশুরা। বিশেষত, গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে মায়েরা রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে, গর্ভপাত হতে পারে অথবা শিশু জন্মগত রুবেলা সিনড্রোম বা সিআরএস (Congenital Rubella Syndrome) এ আক্রান্ত হতে পারে। আর, সেক্ষেত্রে শিশুর হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সমস্যা, কানের সমস্যা (বধিরতা), চোখের সমস্যা (ছানি) হতে পারে। তাই, ভ্যাকসিনেশন বা টিকাকরণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করার কর্মসূচি নেওয়া হয়েছে এদেশে তথা সার বিশ্বে। সাধারণত, দু’টি ডোজে (৯-১২ মাস এবং ১৬-২৪ মাস) শিশুদের মামস-মিজলস-রুবেলা বা এম এম আর (MMR) ভ্যাকসিন নেওয়ার সুযোগ আছে। তবে, সচেতন অভিভাবক (বাবা-মা)’রা ছাড়া অনেক সময়ই শিশুদের এই ভ্যাকসিন দিতে অবহেলা করা হয়। যা ভবিষ্যতে, বিশেষত মেয়েদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি করে! তাই, এবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেওয়া হবে এম.আর ভ্যাকসিন :

পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১১ লক্ষ ৩০ হাজার শিশুকে (৯ মাস থেকে ১৫ বছর বয়সী) এই মাস ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। সেজন্যই, জেলার প্রতিটি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে বসতি এলাকা বা ইঁটভাটা সর্বত্র এই টিকা প্রদান কর্মসূচি পালন করা হবে। স্বাস্থ্যকর্মীরা যাবেন পাড়ায় পাড়ায়। চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “এম এম আর থেকে মামস বাদ দেওয়া হয়েছে। মিজলস-রুবেলা (MR) ভ্যাকসিন দেওয়া হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলেমেয়েদের। যে সকল শিশুরা তাদের রুটিন ভ্যাকসিনেশনে এমএমআর নিয়েছে, তারাও এই ভ্যাকসিন নিতে পারবে। তবে, সেক্ষেত্রে ৪ মাসের (Four Months) ব্যবধান থাকলে ভালো। আর, যারা এম.এম.আর- এর কোনো ডোজ-ই নেয়নি, সেই সকল শিশুদের অতি অবশ্যই এই এম-আর ভ্যাকসিন নিতে হবে। কারণ, রুবেলা ভাইরাসের সংক্রমণে সিআরএস (CRS- Congenital Rubella Syndrome) হওয়ার সম্ভাবনা থাকে। আর, সেক্ষেত্রে শিশুরা জটিল শারীরিক সমস্যায় ভোগে। তাই, গুটি বসন্ত, পোলিও’র মতো একেও গোড়া থেকে নির্মূল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এই অভিযানে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সামিল হবেন।” ইতিমধ্যে, জেলায় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক (District Sensitisation Meeting) হয়েছে CMOH- এর নেতৃত্বে। অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (ACMOH), উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (Dy. CMOH), ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH)-রা ছাড়াও এই বৈঠকে শিক্ষা দপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।। সর্বস্তরে এই ভ্যাকসিনেশন বা টিকাকরণ কর্মসূচি সফল করার বার্তা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

1 day ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

2 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago