মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: আগামী ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর (২০২২) পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বা ছেলেমেয়েদের বিনামূল্যে দেওয়া হবে মিজলস-রুবেলা (Measles Rubella Vaccine) ভ্যাকসিন। জেলার প্রায় সাড়ে ১১ লক্ষ শিশুকে এই টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, রুবেলা ভাইরাস (Rubella Virus), ‘জার্মান হাম’ হিসেবে পরিচিত হলেও, সাধারণ হাম (Measles)- এর তুলনায় অনেক বিপজ্জনক! প্রতিবছর ভারতের প্রায় ৫ হাজার শিশু এবং সারা বিশ্বে প্রায় ১ লক্ষ শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়। উপসর্গ (লাল ফুসকুড়ি, র্যাশ, জ্বর, মাথাব্যথা প্রভৃতি) প্রাথমিকভাবে সাধারণ হামের মতো মনে হলেও, একাধিক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হয় শিশুরা। বিশেষত, গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে মায়েরা রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে, গর্ভপাত হতে পারে অথবা শিশু জন্মগত রুবেলা সিনড্রোম বা সিআরএস (Congenital Rubella Syndrome) এ আক্রান্ত হতে পারে। আর, সেক্ষেত্রে শিশুর হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সমস্যা, কানের সমস্যা (বধিরতা), চোখের সমস্যা (ছানি) হতে পারে। তাই, ভ্যাকসিনেশন বা টিকাকরণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করার কর্মসূচি নেওয়া হয়েছে এদেশে তথা সার বিশ্বে। সাধারণত, দু’টি ডোজে (৯-১২ মাস এবং ১৬-২৪ মাস) শিশুদের মামস-মিজলস-রুবেলা বা এম এম আর (MMR) ভ্যাকসিন নেওয়ার সুযোগ আছে। তবে, সচেতন অভিভাবক (বাবা-মা)’রা ছাড়া অনেক সময়ই শিশুদের এই ভ্যাকসিন দিতে অবহেলা করা হয়। যা ভবিষ্যতে, বিশেষত মেয়েদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি করে! তাই, এবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১১ লক্ষ ৩০ হাজার শিশুকে (৯ মাস থেকে ১৫ বছর বয়সী) এই মাস ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। সেজন্যই, জেলার প্রতিটি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে বসতি এলাকা বা ইঁটভাটা সর্বত্র এই টিকা প্রদান কর্মসূচি পালন করা হবে। স্বাস্থ্যকর্মীরা যাবেন পাড়ায় পাড়ায়। চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “এম এম আর থেকে মামস বাদ দেওয়া হয়েছে। মিজলস-রুবেলা (MR) ভ্যাকসিন দেওয়া হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলেমেয়েদের। যে সকল শিশুরা তাদের রুটিন ভ্যাকসিনেশনে এমএমআর নিয়েছে, তারাও এই ভ্যাকসিন নিতে পারবে। তবে, সেক্ষেত্রে ৪ মাসের (Four Months) ব্যবধান থাকলে ভালো। আর, যারা এম.এম.আর- এর কোনো ডোজ-ই নেয়নি, সেই সকল শিশুদের অতি অবশ্যই এই এম-আর ভ্যাকসিন নিতে হবে। কারণ, রুবেলা ভাইরাসের সংক্রমণে সিআরএস (CRS- Congenital Rubella Syndrome) হওয়ার সম্ভাবনা থাকে। আর, সেক্ষেত্রে শিশুরা জটিল শারীরিক সমস্যায় ভোগে। তাই, গুটি বসন্ত, পোলিও’র মতো একেও গোড়া থেকে নির্মূল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এই অভিযানে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সামিল হবেন।” ইতিমধ্যে, জেলায় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক (District Sensitisation Meeting) হয়েছে CMOH- এর নেতৃত্বে। অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (ACMOH), উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (Dy. CMOH), ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH)-রা ছাড়াও এই বৈঠকে শিক্ষা দপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।। সর্বস্তরে এই ভ্যাকসিনেশন বা টিকাকরণ কর্মসূচি সফল করার বার্তা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…