মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ:রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক রদবদল! মোট ১০১ জন স্বাস্থ্যকর্তা বা স্বাস্থ্য আধিকারিকের বদলির নির্দেশ জারি করেছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। গত ১৭ মার্চ সন্ধ্যায় এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ভবনের তরফে। তালিকায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর-এরও একাধিক স্বাস্থ্যকর্তা আছেন। তবে, তাঁদের প্রায় সকলেরই নিয়মমাফিক পদন্নোতির বদলি (On Promotion Transfer) হয়েছে। প্রসঙ্গত, উল্লেখ্য গত ১৩ জানুয়ারি (২০২২) রাজ্যের যে ৪৫ জন স্বাস্থ্য আধিকারিকের বিশেষত ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH)-দের পদোন্নতি হয়েছিল, তাঁদের পোস্টিং দেওয়া হয়েছে গত ১৭ মার্চের অর্ডারে। এছাড়াও, আরও অনেকের পদোন্নতি হয়েছে। তবে, কলকাতা, উত্তর ২৪ পরগণা- প্রভৃতি কয়েকটি জেলার ক্ষেত্রে অবশ্য বেশ কয়েকজন স্বাস্থ্যকর্তার রুটিন বদলি হয়েছে। এর মধ্যে, কয়েকটি বড় হাসপাতালের সুপারদের কাজেও নাকি স্বাস্থ্য ভবন অসন্তোষ প্রকাশ করেছিল!

thebengalpost.net
ডাঃ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় :

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার যে স্বাস্থ্য আধিকারিকদের বদলি তথা ‘পদোন্নতি’ হয়েছে, তাঁরা হলেন যথাক্রমে- খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, ঘাটাল হাসপাতালের সুপার সম্রাট রায় চৌধুরী, ঘাটালের বিদ্যাসাগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের BMOH অভিষেক মিদ্যা, কেশপুর গ্রামীণ হাসপাতালের BMOH বিদ্যুৎ পাতর এবং শালবনী গ্রামীণ হাসপাতালের BMOH তথা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মনোজিৎ বিশ্বাস। ডাঃ কৃষ্ণেন্দু-কে পাঠানো হচ্ছে আলিপুরদুয়ারের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ (Dy. CMOH 1) করে। তাঁর জায়গায় খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার হয়ে আসছেন ঝাড়গ্রামের বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের BMOH ডাঃ উত্তম মান্ডি। অপরদিকে, ঘাটালের সুপার ডাঃ সম্রাট যাচ্ছেন দার্জিলিং এর উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ (Dy. CMOH 2) হয়ে। তাঁর জায়গায় ঘাটালের দায়িত্ব নিতে আসছেন পূর্ব বর্ধমানের কুরমুনের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দে‌। অন্যদিকে, বিদ্যাসাগর BHPC এর BMOH ডাঃ অভিষেক মিদ্যা’র পদোন্নতি হচ্ছে আলিপুরদুয়ারের ACMOH হিসেবে। আর, কেশপুরের BMOH ডাঃ বিদ্যুৎ পাতরের পদোন্নতি হচ্ছে হুগলির চন্দননগর মহকুমা হাসপাতালের সুপার হিসেবে।

thebengalpost.net
ডাঃ মনোজিৎ বিশ্বাস :

এদিকে, শালবনী গ্রামীণ হাসপাতালের BMOH তথা সুপার স্পেশালিটি’র সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাসের পদোন্নতি হচ্ছে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (ACMOH) হিসেবে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে DTO (District Tuberculosis Officer) এবং ZLO (Zonal Leprosy Officer)’র দায়িত্বও পালন করতে হবে বলে জানা গেছে। এই দায়িত্বে থাকা ডাঃ মনোজ কুমার মুর্মু যাচ্ছেন পুরুলিয়ার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ১ (Dy. CMOH 1) হয়ে। এছাড়াও, পদোন্নতি হচ্ছে ঝাড়গ্রাম জেলার বিনপুর ও চিল্কিগড়ের দুই BMOH যথাক্রমে- ডাঃ রাজর্ষি সেনগুপ্ত ও ডাঃ অভিরূপ সিং এর। অপরদিকে, পূর্ব মেদিনীপুরের বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালের BMOH ডাঃ মানস কুমার মন্ডলের পদোন্নতি হচ্ছে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালের সুপার হিসেবে।