Health

তৃতীয় ঢেউ মোকাবিলায় ৫০ বেডের ‘শিশু ওয়ার্ড’ ছাড়াও মেদিনীপুর মেডিক্যালকে ঢেলে সাজানোর উদ্যোগ জেলা প্রশাসনের

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১৮ জুন: করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ’তে শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল, বিশেষজ্ঞদের এই সতর্কবাণীকে শিরোধার্য করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। জেলা সদর হাসপাতাল তথা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো একেবারে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলাশাসক ডঃ রশ্মি কমলের নেতৃত্বে শুক্রবার এই বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছিলেন জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকবৃন্দ এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের প্রধান। বৈঠকে শিশুদের জন্য ২৫ টি কোভিড আইসিসিইউ (৮ টি নিকু ও ১৭ টি পিকু) এবং ২৫ টি সেন্ট্রাল অক্সিজেন পাইপ যুক্ত বেড ছাড়াও আরও ১০০ টি কোভিড শয্যা (বড়দের জন্য) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এছাড়াও, মেডিক্যাল কলেজের প্রতিটি ভবনকে (ওল্ড বিল্ডিং) আধুনিক পরিকাঠামো যুক্ত করা ছাড়াও ‘মাতৃমা’ ভবনে আরও দুটি তলা (ফ্লোর) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, একটি উন্নত মানের ক্যান্টিন এবং রোগীর পরিজনদের থাকার জন্য ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলাশাসক ডঃ রশ্মি কমলের উদ্যোগে। জেলাশাসক ডঃ রশ্মি কমল জানিয়েছেন, “মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজানো হবে। শিশুদের জন্য ২৫ টি কোভিড আইসিসিইউ, ২৫ টি অক্সিজেন পরিষেবা যুক্ত বেডতো তৈরি হচ্ছেই, সঙ্গে ৩০ টি এইচডিইউ সহ ১০০ শয্যার কোভিড শয্যা প্রস্তুত হচ্ছে যেকোনো বয়সীদের জন্য। এছাড়াও, বিভিন্ন কোম্পানির সিএসআর ফান্ডকে কাজে লাগিয়ে মেডিকেল কলেজের সার্বিক পরিকাঠামো আরও উন্নত করা হবে।” এদিন, বৈঠক শেষে প্রাথমিক কাজকর্ম খতিয়ে দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ পরিদর্শনও করেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।

ঢেলে সাজানো হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ :

শুক্রবার জেলাশাসকের কার্যালয়ে কনফারেন্স হলে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হয়েছিলেন, জেলাশাসক ডঃ রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) তুষার সিংলা, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ ও জনস্বাস্থ্য) পীনাকী রঞ্জন প্রধান, রাজ্যের সহকারি স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু, মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগের প্রধান ডাঃ তারাপদ ঘোষ প্রমুখ। বৈঠকে তৃতীয় ঢেউ মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার সাথে সাথে, জেলা সদর হাসপাতাল তথা জেলার একমাত্র মেডিক্যাল কলেজ হিসেবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালটিকে শুধু শিশুদের জন্যই নয় সমস্ত রোগীদের জন্যই উন্নত পরিষেবা যুক্ত ও আধুনিক পরিকাঠামো যুক্ত করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একনজরে এদিনের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল- ১. মেডিক্যাল কলেজের বিধান ব্লকে নতুন যে কোভিড ওয়ার্ড তৈরি হচ্ছে সেখানে ৮ টি নিকু (Neonatal Intensive Care Unit), ১৭ টি পিকু (Pediatric Intensive Care Unit), ২৫ টি সেন্ট্রাল অক্সিজেন পাইপ লাইন যুক্ত শিশুদের শয্যা সমেত মোট ৫০ বেডের কোভিড শিশু ওয়ার্ড।
২. ৩০ টি এইচডিইউ (High Dependency Unit) বেড সহ ১০০ শয্যার কোভিড ওয়ার্ড (বড়দের জন্য)।
৩. মেডিক্যাল কলেজের “মাতৃমা” তে দুটি তলা (Vertical Extension) বাড়ানো হবে। নন কোভিড বা সাধারণ শিশুদের জন্য ২৫ শয্যার ওয়ার্ড তৈরি করা হবে।
৪. ‘মাতৃমা’র কাছে একটি হাই রাইজ বিল্ডিং তৈরি হবে। যেখানে, এক ছাদের তলায় নিউরোলজি, ইউরোলজি, কার্ডিওলজি প্রভৃতি পরিষেবা পাওয়া যাবে।
৫. একটি উন্নত মানের ক্যান্টিন তৈরি হবে।
৬. ‘নাইট সেল্টার’ ভবনটিকে রোগীর পরিজনদের জন্য উন্নত পরিষেবা যুক্ত আবাসন রূপে গড়ে তোলা হবে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে ভাড়া নিতে পারবেন পরিজনেরা।
৭. মেডিক্যাল কলেজের পুরানো বিল্ডিং এবং অনুন্নত বাথরুম ও শৌচাগার গুলিকে উন্নত বা আধুনিক করা হবে। এককথায় সংস্কার করা হবে।

বৈঠকে জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকরা :

এদিনের বৈঠক শেষে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “শিশুদের জন্য আইসিসিইউ বেড আরও বাড়ানোর জন্য এবং একটি হাই রাইজ বিল্ডিংয়ের জন্য আমরা আগে থেকেই উদ্যোগ নিয়েছিলাম। এদিন, জেলাশাসকের নেতৃত্বে যে বৈঠক হয়েছে সেখানে এই সমস্ত বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। ফলে, কাজগুলি আরও দ্রুত হবে বলে আশা করছি।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, “তৃতীয় ঢেউ মোকাবিলায় আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।” অপরদিকে, রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “করোনা সংক্রমণের ‘তৃতীয় ঢেউ’ মোকাবিলার ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন অত্যন্ত তৎপর। মেডিক্যাল কলেজে শিশুদের জন্য ৫০ বেডের (২৫ টি আইসিসিইউ সহ) ওয়ার্ড তৈরির কাজ দ্রুততার সঙ্গে চলছে। এছাড়াও, মেডিক্যাল কলেজের সার্বিক পরিকাঠামো আরও উন্নত করার বিষয়ে জেলাশাসকের নেতৃত্বে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে।”

জেলাশাসকের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক :

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

3 days ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

3 days ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

5 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

5 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

7 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

1 week ago