তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল:স্বাস্থ্যই সম্পদ (Health is Wealth)। ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ (World Health Day)-এর দিনে (৭ এপ্রিল) স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে, পথে নামলেন পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা। বৃহস্পতিবার চন্দ্রকোনার পথেঘাটে, পাড়ায় পাড়ায় পৌঁছে যান, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। সকালে প্ল্যাকার্ড হাতে চন্দ্রকোনায় সচেতনতামূলক মিছিল র্যালি করেন পড়ুয়ারা। এরপরই, চন্দ্রকোনার পিছিয়ে পড়া গ্রাম ভেলাইবনি সহ একাধিক প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন তাঁরা। তাঁদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল (Chandrakona Rural Hospital) এর স্বাস্থ্যকর্মীরা।
সুস্থ সবল স্বাস্থ্য পেতে ঠিক কী করা উচিত, সেই বিষয়টি একদিকে যেমন দিন আনা দিন খাওয়া মানুষদের সামনে তুলে ধরা হয়; ঠিক তেমনই, গ্রামে পাওয়া যায় এরকম সাধারণ খাবার-দাবারের মধ্যেই যে পুষ্টিগুণ লুকিয়ে আছে, সেই পাঠও দিলেন পড়ুয়ারা। কোন খাবার কোন পদ্ধতিতে তৈরি করলে তার পুষ্টিগুণ সঠিকভাবে থাকবে, তাও জানালেন পড়ুয়ারা এবং তাঁদের সঙ্গে থাকা স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে, মাদক সেবন কিংবা ধূমপানে শরীরের কী ক্ষতি হয়, সেই বিষয়টিও তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় বেশ কিছু সাধারণ স্বাস্থ্য পরীক্ষাও করা হয় গ্রামবাসীদের। পড়ুয়াদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে, বিশ্ব স্বাস্থ্য দিবসের এই বিশেষ কর্মসূচিতে যোগ দেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের কর্মীরাও। পড়ুয়াদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষও।