দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: জেলার বন্যাকবলিত এলাকাগুলি থেকে আসন্নপ্রসবা বা গর্ভবতী মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। গত তিন দিনে ৮০ জন আসন্ন প্রসবা বা অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। তাঁদের উদ্ধার করে জেলার নবনির্মিত ‘মাদার হাট’ গুলিতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মাদার হাট, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের মাদার হাট এবং শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের মাদার হাটে এই ৮০ জন আসন্ন প্রসবাকে স্থান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য অধিকারিক। এই কাজে মূলত আশা কর্মী ও গ্রামীণ স্বাস্থ্যকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানিয়েছেন জেলার CMOH। তিনি এও বলেন, “যেভাবে বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে এক কোমর জল পেরিয়ে কিংবা সাঁতরে অথবা ডিঙি চালিয়ে আশা দিদিরা দুর্গতদের একেবারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন এবং তাঁদের হাতে ওষুধ, ওআরএস প্রভৃতি তুলে দিচ্ছেন; তাতে আমরা গর্বিত!”
CMOH ডঃ সারেঙ্গী এদিন এও জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা এবং ত্রান শিবিরগুলিতে পরিষেবা দেওয়ার জন্য ১৯টি মেডিক্যাল টিম গড়া হয়েছে। জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরের পরামর্শ মেনে নিরন্তর তাঁরা পরিষেবা দিয়ে চলেছে বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। ঘাটাল সহ বিভিন্ন জায়গার শিবিরগুলিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন আশা কর্মীরা। অন্যদিকে, জেলার দুর্গত এলাকাগুলিতে এখনও পর্যন্ত ১৫ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য অধিকারিক। জেলার ৪৭৬টি ত্রাণ শিবিরে পর্যাপ্ত ওষুধ, ওআরএস এবং অ্যান্টিভেনাম (সাপের কামড়ে আক্রান্তদের জন্য) মজুত আছে বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এখনও পর্যন্ত বন্যার কারণে জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। কেশপুরের জগন্নাথপুরে বছর দশেকের নাবালক সেখ গিয়াসউদ্দিন বন্যা দেখতে গিয়ে তলিয়ে যায়। নারায়ণগড়ের রথিপুরে যমুনা হ্যান্ডেল নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে। এছাড়াও, খড়্গপুর গ্রামীণে এক শিশুর মৃত্যু হয়েছে পুকুরে তলিয়ে গিয়ে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…