দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: প্রায় ১ বছর ধরে মেটানো হয়নি বিল। গত ১১-১২ বছরে ডিজেলের দাম দ্বিগুণ হলেও, নিশ্চয়যানের ভাড়া সেই ২০১১ সাল থেকেই কিলোমিটার প্রতি ৮ টাকা! এমনই নানা অভাব-অভিযোগ ও সমস্যা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হলেন ‘অল‌ বেঙ্গল নিশ্চয়যান অ্যাম্বুল্যান্স অপারেটর্স ইউনিয়ন’ এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী-কে সংবর্ধনাও দেন। একইসঙ্গে, নিজেদের সমস্যার কথাও তুলে ধরেন। ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শেখ মমতাজ আহমেদ, জেলা সম্পাদক হারাধন দুয়ারি, জেলা সভাপতি শেখ সোহরাব আলি এবং দুই সহ-সভাপতি যথাক্রমে পিউ শাসমল ও তপন গুছাইত সহ বিভিন্ন ব্লকের নিশ্চয়যান পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা।

thebengalpost.net
মঙ্গলবার সন্ধ্যায় CMOH এর দপ্তরে (মেদিনীপুরে জেলা স্বাস্থ্য ভবনে):

সংগঠনের নেতৃত্বরা জানান, এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী-কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর সাথে সাথে, তিনি জেলায় আসার পর প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে নিশ্চয়যান অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে। একইসঙ্গে, দীর্ঘ ১ বছর ধরে বিল বকেয়া থাকার বিষয়টিও তাঁর সামনে তুলে ধরা হয়েছে বলে জানান সংগঠনের রাজ্য ও জেলা নেতৃবৃন্দ। গত ১১-১২ বছর ধরে নিশ্চয়যানের ভাড়া না বাড়ানোর ফলেও তাঁরা যে চরম সমস্যার মধ্যে আছেন সেকথাও জানান সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিটি বিষয় সহানুভূতির সঙ্গে দেখা হবে বলে তাঁদের আশ্বস্ত করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। ডাঃ সারেঙ্গী এও জানিয়েছেন, বকেয়া বিলের বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে।