thebengalpost.net
'দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার' কর্মসূচিতে আয়েষা রানী (মাঝখানে):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি:’দুয়ারে সরকার’ (Duare Sarkar) এর পর এবার ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’ (Duare PG Doctors)। পশ্চিম মেদিনীপুর দিয়েই আজ (৮ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে প্রকল্প। বেছে নেওয়া হয়েছে জেলার আদিবাসী অধ্যুষিত কেশিয়াড়ি ব্লককে। বুধবার সকাল ১০টায় কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে শিবিরের উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানী এ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কেশিয়াড়ির দুই জায়গায় (রবীন্দ্র ভবন এবং খাজরা হাই স্কুল) এই শিবির চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে, SSKM হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় এবং সুপার পীযূষ রায় মঙ্গলবার এই প্রকল্পের সূচনা করার পরই দুপুরে বিশেষ বাসে করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা ‌দিয়েছিলেন ৩৬ জন চিকিৎসক সহ নার্স, টেকনিশিয়ান সমেত ৪৫ জনের একটি দল। এর মধ্যে ১৪ জন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। ২২ জন আছেন পিজি বা এসএসকেএম (PG/SSKM) হাসপাতালের জুনিয়র চিকিৎসক। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তাঁরা পৌঁছন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে।

thebengalpost.net
শিবিরের উদ্বোধন:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি এসএসকেএমের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের প্রান্তিক এলাকায় পাঠাতে হবে, যাতে সেখানকার বাসিন্দারা ঘরের কাছেই উৎকর্ষ কেন্দ্রের চিকিৎসা পান। জুনিয়র ডাক্তারেরাও বাইরের জগত সম্পর্কে জানতে পারবেন। তিনি এও জানান, যে সকল জুনিয়র চিকিৎসক এই প্রকল্পে অংশগ্রহণ করবেন, তাঁদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হবে। ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে ভিসি নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িকে। কেশিয়াড়ি ব্লকের কেশিয়াড়ি রবীন্দ্র ভবনে এবং খাজরা হাই স্কুলে আজ (৮ ফেব্রুয়ারি) এবং আগামীকাল (৯ ফেব্রুয়ারি) দু’দিন ধরে শিবির চলবে। শিবিরে মেডিসিন, শিশুরোগ, ত্বক, এন্ডোক্রনোলজি, কার্ডিওলজি, ইএনটি বা নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরিষেবা দেবেন। এছাড়াও, জুনিয়র চিকিৎসক, ইন্টার্নরাও আছেন। ইসিজি, প্যাথলিক্যাল পরীক্ষার জন্য টেকনোলজিস্টদেরও পাঠানো হয়েছে। শিবির থেকেই ওষুধ দেওয়া হবে। প্রয়োজন হলে স্থানীয় হাসপাতাল থেকে শুরু করে SSKM হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশও দিতে পারেন চিকিৎসকেরা।

স্থানীয় প্রশাসন ও আশাকর্মীদের মাধ্যমে প্রায় ১৫০০ রোগীকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী জানিয়েছেন, “কেশিয়াড়ি ব্লকে দুয়ারে ডাক্তার শিবিরের উদ্বোধন হল। আগামীকাল অবধি শিবির অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ পিজি হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে।” অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ ও জনস্বাস্থ্য) পিনাকী রঞ্জন প্রধান এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী শিবির পরিচালনার দায়িত্বে থাকছেন। CMOH ডাঃ সারেঙ্গী জানিয়েছেন, “হাসপাতালের মতই প্রথমে বহির্বিভাগে রোগী দেখা হবে। সেখান থেকে স্ক্রিনিং করে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হবে। আর, কাউকে ভর্তি করতে হলে কিংবা অপারেশন করতে হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে প্রয়োজন অনুযায়ী। এছাড়াও, প্রত্যেক রোগীদের ফলো আপ করা হবে যথারীতি।” সূত্রের খবর অনুযায়ী, এরপর শিবির হবে ঝাড়গ্রাম ও সুন্দরবনে। SSKM সূত্রে জানা যায়, প্রতি মাসে এই ধরনের তিনটি শিবির করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

thebengalpost.net
কলকাতা থেকে রওনা দেওয়ার সময় চিকিৎসকরা :

thebengalpost.net
কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে: