দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ডেবরার আলোককেন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে ছাত্রটিকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে করোনা টিকার দু’টি ডোজ দিয়ে দেওয়া হয়েছিল, উমেশ পাঁড় নামে নবম শ্রেণীর ওই ছাত্রটি আপাতত সম্পূর্ণভাবে সুস্থ আছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আরিফ মহম্মদ। তিনি জানিয়েছেন, “মঙ্গলবার আমাদের স্বাস্থ্য দপ্তরের দল ছাত্রটির বাড়িতে (আবদালীপুর গ্রামে) গিয়েছিল এবং ছাত্রটিকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে সমস্ত রকম শারীরিক পরীক্ষা করানো হয়েছে। কোনোরকম সমস্যা নেই। তবে, নজরদারির মধ্যেই রাখা হবে আরও ৪৮ ঘন্টা।” তিনি এও জানিয়েছেন, “ডেবরা ব্লকে এখনও অবধি সাড়ে তিন লক্ষ ভ্যাক্সিনেশন হয়েছে। এই প্রথম এরকম ঘটলো। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বারবার সতর্ক করে দেওয়া হয়েছে।” এই বিষয়ে কিছুটা ক্ষুব্ধ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদাও। তিনি জানিয়েছেন, “এরকম ঘটনা না হওয়াই বাঞ্ছনীয়।” এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার আরও কমেছে। গত চব্বিশ ঘণ্টায় ১০ হাজার ৪৩০ জন সংক্রমিত হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৫৪ হাজার। সংক্রমণের হার ১৯.৩৮ শতাংশ। মৃত্যু হয়েছে ৩৪ জনের। দেশেও সামান্য কমেছে সংক্রমণের হার। গত চব্বিশ ঘণ্টায় ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩১০ জনের।
অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে ফের বাড়লো সংক্রমণের হার! শুধু বাড়া নয়, গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেল। সোমবারের রিপোর্ট অনুযায়ী, জেলায় করোনা সংক্রমণের হার ছিল ৭.৩০ (৮৬৩ টি নমুনাতে আক্রান্ত হয়েছিলেন ৬৩); আর মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী সংক্রমণের হার বেড়ে হল ১২.৫০ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় ২০৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট পজিটিভ এসেছে ২৬০ জনের। এর মধ্যে, জেলার আক্রান্ত ২৫৪ (বাকি ৬ জন ভিন জেলার)। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়নি। এদিকে, আক্রান্তদের মধ্যে শুধু আইআইটি খড়্গপুরেই ৬৩ জন। রেল সূত্রে আরও ১৮ জন এবং খড়্গপুর শহর ও গ্রামীণ মিলিয়ে ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। খড়্গপুরে মোট ৯৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে, মেদিনীপুরের শহর ও শহরতলী মিলিয়ে ৮৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, ডেবরাতে ১৪ জন, দাঁতনে ২০ জন, কেশিয়াড়িতে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ঘাটাল মহাকুমায় প্রায় ২০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শালবনী ও বেলদা-তে ৩ জন করে করোনা আক্রান্ত হয়েছেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…