Health

অজানা জ্বরে শিশুর প্রথম মৃত্যু জলপাইগুড়ি জেলা হাসপাতালে! পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গু-ম্যালেরিয়া-করোনা নিয়ন্ত্রণে বলে জানালেন CMOH

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, জলপাইগুড়ি ও পশ্চিম মেদিনীপুর, ১৪ ‌সেপ্টেম্বর: গত কয়েকদিনে অজানা জ্বরের প্রকোপে উদ্বেগ বেড়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। সেই আতঙ্ক আরও বৃদ্ধি পেল জলপাইগুড়ি জেলা হাসপাতালে এক ৬ বছরের শিশুর মৃত্যু-কে কেন্দ্র করে! মঙ্গলবার সকালে ওই শিশুর মৃত্যু হয়। বুকে জল জমে অর্থাৎ নিউমোনিয়া-র কারণে মৃত্যু বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। জানা গেছে, সোমবার ভোরে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশু-কে। সেই সময় প্রবল জ্বর, খিঁচুনি এবং অন্যান্য উপসর্গ ছিল। কিন্তু, শেষ রক্ষা করা যায়নি। মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয় তার। হাসপাতালের সুপার রাহুল ভৌমিকের বক্তব্য, “বাচ্চাটি এসেছিল সোমবার ভোরের দিকে। তার বুকে জল জমে গিয়েছিল। নিউমোনিয়ার উপসর্গ ছিল সেই ছোট্ট শরীরে।” চিকিৎসকদের বক্তব্য, পরিবার শিশুটিকে হাসপাতালে নিয়ে আসতে অনেকটাই দেরী করে। যার ফলে ওই শিশুর জন্য যে চিকিৎসার দরকার ছিল, তা দেওয়ার মতো সময় পাওয়া যায়নি। এ নিয়ে চিন্তিত রাজ্য স্বাস্থ্য ভবনও। প্রসঙ্গত, গত কয়েকদিনে শতাধিক শিশু জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হয়েছে অজানা জ্বর নিয়ে। যদিও, ইতিমধ্যে প্রায় ৫০ জনেরও বেশি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের আধিকারিকরা। মৃত্যু’র ঘটনাও একটিই। তবে, দুঃশ্চিন্তা দেখা দিয়েছে এ নিয়ে। কারণ, তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হু (WHO) থেকে আইসিএমআর (ICMR) সকলেই। যদিও, আপাতত ভাইরাল ফিভার বলে মনে করা হচ্ছে, কারণ প্রতিটি শিশুর কোভিড রিপোর্ট নেগেটিভ আসছে! তা সত্ত্বেও, পরিস্থিতির দিকে নজর রেখেছে রাজ্য স্বাস্থ্য ভবন থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসকরা।

জলপাইগুড়ি জেলা হাসপাতাল (ফাইল ফটো) :

অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় এখনও এই ধরনের অজানা কোন জ্বরের প্রকোপ দেখা যায়নি বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। তবে, ভাইরাল ফিভার বা সাধারণ জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা একাধিক বলে জানিয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ দীপক মাসান্ত। এক্ষেত্রে, ভয় না পেয়ে চিকিৎসা পরিষেবার জন্য হাসপাতালে বা চিকিৎসকদের কাছে নিয়ে এলে, কিছু সাধারণ ওষুধপত্র দিলেই তা সেরে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে, জলপাইগুড়ি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, জেলার সকল স্বাস্থ্য আধিকারিকরা একটা বিষয়ে একমত, শিশুদের যেকোন শারীরিক “সমস্যা বা জ্বরজ্বালা যাই হোক না কেন, তা গোপন না করে, সঙ্গে সঙ্গে চিকিৎসকদের শরণাপন্ন হওয়া উচিত এই সময়ে।” এমনটাই মনে করছেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও। জেলার ডেঙ্গু ও ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে CMOH ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “এই মরসুমে এখনও পর্যন্ত ১২ টি ডেঙ্গু ও ১২ টি ম্যালেরিয়া-র ঘটনা রেকর্ড করা হয়েছে। প্রত্যেকেই সুস্থ হয়েছেন। একজনেরও মৃত্যু হয়নি। গত ৭ তারিখ নাগাদ সর্বশেষ ডেঙ্গু আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।” তিনি এও জানিয়েছেন, “গত বার বা তার আগের বারের তুলনায় ডেঙ্গুর সংখ্যা অনেক কম। এর একটা কারণ, আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে এবং সাধারণ মানুষ অনেক সতর্ক হয়েছেন। স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত মশা মারার স্প্রে করা হচ্ছে। আশা কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন।” জেলার করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানিয়েছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, গত চব্বিশ ঘণ্টায় জেলায় ১৯ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

পশ্চিম মেদিনীপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা :

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

6 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

10 hours ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

18 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

3 days ago