দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৮ আগস্ট: খড়্গপুর মহকুমা হাসপাতালে আগামী ৩ মাসের মধ্যে চালু হতে চলেছে ডায়ালিসিস ইউনিট এবং সিটি স্ক্যান। আজ, সোমবার (২৮ আগস্ট) রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা ও পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরে। জানা গেছে, পিপিপি (PPP) বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (Public Private Partnership) মডেলে চলবে এই দু’টি ইউনিট। এজন্য এই বিষয়ে বিশেষজ্ঞ দু’টি বেসরকারি সংস্থা-কে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।

thebengalpost.net
খড়্গপুর মহকুমা হাসপাতাল:

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ‘স্বাস্থ্যসাথী’ কার্ড থাকলে ৩৫ শতাংশ কম খরচে (ভর্তুকিতে) সিটি স্ক্যান এবং ৫০ শতাংশ কম খরচে ডায়ালিসিস পরিষেবা পাবেন রোগীরা। তবে, রোগী কল্যাণ সমিতির সহায়তায় এই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ক্ষেত্রে বিনামূল্যে পরিষবা দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় ঠিক এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর সৌম্যশঙ্কর সারঙ্গী। উল্লেখ্য যে, বহুদিন ধরেই খড়্গপুর মহকুমার বাসিন্দাদের তরফে এই দাবি করা হয়েছিল। সেই মতো বছরখানেক আগেই জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল। অবশেষে, অনুমোদন মিলেছে। সমস্ত ধরনের জরুরি বিষয়গুলি দ্রুত সম্পন্ন করে আগামী তিন মাসের মধ্যে (২৮ নভেম্বরের মধ্যে) এই দু’টি পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট বিভাগের তরফে। স্বভাবতই খুশি খড়্গপুর বাসী। তাঁরা বলছেন, “এখন থেকে আর জরুরী প্রয়োজনে মেদিনীপুর মেডিকেল কলেজে ছুটতে হবে না!”