দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৪ অক্টোবর: অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমানে নয়াদিল্লি এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, জ্বর এবং শরীরিক দুর্বলতা রয়েছে তাঁর। গত বছর মে মাসেও বুকে ব্যথা নিয়ে এইমসে ভরতি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেইবার, কার্ডিও ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিমও গঠন করেছিলেন চিকিৎসকরা।
এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রণব ঝা যদিও টুইট করে জানিয়েছেন যে, মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে অকারণে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তিনি আপাতত স্থিতিশীল। রুটিন চেক-আপ করা হবে তাঁর। তিনি কেমন আছেন সেই সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত এপ্রিলে টিকার জোড়া ডোজ নেওয়া থাকলেও করোনা থাবা বসিয়েছিল তাঁর শরীরে। একাধিক উপসর্গ নিয়ে তাঁকে ভর্তিও হতে হয় হাসপাতালে। ৮৯ বছর বয়সী এই প্রবীণ কংগ্রেস নেতার শারীরিক অসুস্থতার খবর প্রকাশ পেতেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলে।