দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১০ মার্চ: রাজ্যে এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। ১৮৮১ সালের এন.আই অ্যাক্ট (২৫নং ধারা) মেনে আগামী ১৭ এপ্রিল (বুধবার) রামনবমী (Ram Navami)-র দিন ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের অর্থ দফতর। ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে, লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে এই ছুটি ঘোষণাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

thebengalpost.net
রাজ্য সরকারের ছুটি ঘোষণা:

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন):

ভোটের আগে হিন্দু মন জয় করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করেছেন, “জানুয়ারি মাসেই এই ছুটি ঘোষণা করতে পারতেন। বাধ্য হয়ে শেষ পর্যন্ত করেছেন। জয় শ্রী রাম।” অন্যদিকে, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রবিবার সকালে খড়্গপুর শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেছেন, “ভোটের আগে রাজ্য সরকারের বোধোদয়! এত বছর ধরে বাংলায় ধুমধাম সহকারে রামনবমী পালিত হচ্ছে, ছুটি ঘোষণা করেননি। হয়তো, রাম মন্দির (অযোধ্যায়) প্রতিষ্ঠা হয়েছে বলেই রাজ্য সরকারের সুমতি হয়েছে!”