দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারির প্রথম দিনই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এ নিয়ে চতুর্থবার বাজেট পেশ করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের বাজেটকে ‘গরীব কল্যাণ’ বাজেট’ বলে প্রশংসায় ভরিয়ে দিলেও, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা বলেছেন ‘বিগ জিরো’! তবে, বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিললেও বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছেন যে, এটি একটি ভারসাম্যপূর্ণ বাজেট। কৃষিজাত পণ্য সহ ৩৫০-টিরও বেশি পণ্যকে পর্যায়ক্রমে শুল্ক ছাড়ের আওতায় আনা হবে। এর মধ্যে রয়েছে কিছু কৃষিজাত পণ্য, রাসায়নিক, কাপড়, চিকিৎসা যন্ত্র এবং ওষুধ। এই বাজেটের ভিত্তিতে স্বাভাবিকভাবেই কিছু জিনিসের দাম বাড়লেও, কমেছে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও। শুল্ক কমানো-বাড়ানোর ভিত্তিতে দামগুলির হেরফের হবে বলে জানা গিয়েছে। চলতি বাজেটে যে সমস্ত জিনিসগুলির দাম আগের তুলনায় বাড়তে চলেছে সেগুলির মধ্যে অন্যতম হল ইমিটেশন জুয়েলারি। এটির ওপর শুল্ক বাড়ানো হয়েছে যাতে এর আমদানি কমানো যায়। পাশাপাশি দাম বাড়ছে বিদেশি ছাতারও। এছাড়াও, মোট মূলধনের পণ্যের ওপর ৭.৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। তবে, বর্তমান বাজেটের ভিত্তিতে দাম কমতে চলেছে অনেক প্রয়োজনীয় জিনিসপত্রেরও। ইতিমধ্যেই, কৃষিজাত পণ্য সস্তা হতে চলেছে। পাশাপাশি, দাম কমেছে মোবাইল ফোন এবং তার চার্জারেরও। এছাড়াও, হিরের গয়না, জুতো, চপ্পলের পাশাপাশি বিদেশি মেসিনপত্রের দামও কমতে চলেছে। শুধু তাই নয়, কাপড় এবং চামড়ার দামও কমানো হয়েছে বর্তমান বাজেটে। প্রসঙ্গত উল্লেখ্য, Ministry of Micro, Small & Medium Enterprises (MSME)-কে সাহায্য করার জন্য অর্থমন্ত্রী ইস্পাত স্ক্র্যাপের উপর শুল্ক ছাড় এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা করেছেন। পাশাপাশি, পুদিনার তেলের ওপরও শুল্ক কমানো হয়েছে।
এদিকে, বাজেট নিয়ে হতাশ মধ্যবিত্ত শ্রেণীর করদাতারা! কর্পোরেট ট্যাক্স কমানো হলেও, ব্যক্তিগত কর কমানো হয়নি। গত বছরের মতো এবারও ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল আনেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Income Tax Slabs 2022-23)৷ কেন বদলানো হল না কর কাঠামো তার ব্যাখ্যা দিয়ে নির্মলা বলেন, “মনে রাখবেন, গত বছরের পর এ বছরও এক পয়সা কর বাড়ানো হয়নি৷ কর থেকে সরকারের আয় বাড়ানোর কোনও চেষ্টা করিনি৷ গত বছর প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ছিল, যতই ঘাটতি থাকুক না অতিমারীর মধ্যে বাড়তি কর চাপিয়ে মানুষের উপরে যেন কোনও চাপ না দেওয়া হয়৷ এবারেও সেই একই নির্দেশ মেনে কর বাড়ানো হয়নি।” তবে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য কর ছাড়ে সমতা আনতে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রাজ্য ও কেন্দ্র, দুই ক্ষেত্রেই এবার কর ছাড় ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হল। সীতারমন বলেন, “ন্যাশনাল পেনশন সিস্টেমের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের একই স্তরের আওতায় আনা হবে। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৪ শতাংশ টাকা দেয় কেন্দ্র। রাজ্যের ক্ষেত্রে ১০ শতাংশ দেওয়া হয়। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের সামাজিক সুরক্ষা সুবিধা নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য ট্যাক্সস ডিডাকশন সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হচ্ছে।” অর্থমন্ত্রী এদিন এও ঘোষণা করেন, কোঅপারেটিভ সোসাইটির কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হল। পাশাপাশি, করপোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হল। সীতারমন বলেন, “কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে সারচার্জ ১২ শতাংশ কমিয়ে ৭ শতাংশ (এক কোটি টাকা থেকে ১০ কোটি টাকা আয়) করা হবে। কর কমিয়ে ১৮ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…