thebengalpost.net
জেলা প্রশাসনের তরফে তুলে দেওয়া হচ্ছে আর্থিক অনুদান :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: সুপ্রিম কোর্টের নির্দেশ (৩০ জুন, ২০২১) অনুযায়ী সরকারের পক্ষ থেকে করোনায় মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য। দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এই মর্মে প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশিকা পাঠানোর পর, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে আর্থিক অনুদান দেওয়ার কাজ। যথারীতি পশ্চিম মেদিনীপুর জেলাতেও দেওয়া হচ্ছে আর্থিক অনুদান। ইতিমধ্যে, জেলার প্রায় ৫৬ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারি অনুদানের টাকা। এদিকে, শনিবার পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৫১০ জনের। স্বাভাবিকভাবেই আরও প্রায় ৪৫৪ টি পরিবারের হাতে এই টাকা তুলে দেওয়া হবে। এজন্য, মৃতের নিকটাত্মীয়কে সংশ্লিষ্ট বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে। তবে, প্রয়োজনে জেলা স্বাস্থ্য দপ্তরেও যোগাযোগ করা যেতে পারে। এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা।

thebengalpost.net
জেলা প্রশাসনের তরফে তুলে দেওয়া হচ্ছে আর্থিক অনুদান :

thebengalpost.net
সরকারি নির্দেশিকা :

গত ১৮ নভেম্বর রাজ্য সরকার নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দিয়েছে, কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে। তারপরই জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে, পশ্চিম মেদিনীপুর জেলার ৫৬ টিরও বেশি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক অনুদানের টাকা (চেক)। প্রশাসন সূত্রে জানা গেছে, এই খাতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের খরচ হতে পারে ২ কোটি ৫৫ লক্ষ টাকারও বেশি। প্রতিটি জেলার বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই টাকা খরচ করা হবে বলে জানা গেছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “মৃতের নাম, ঠিকানা, ডেথ সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ সহ নিকটাত্মীয়কে আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিডিও কিংবা এসডিও অফিসে। প্রয়োজনে তাঁরা জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতেও পারেন।” এদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৬ জন (খড়্গপুর ৩, মেদিনীপুর ২, পিংলা ১)। গত ৭ দিনে জেলায় মৃত্যু হয়নি কারুর। এখনও অবধি জেলায় করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫১০ জনের।

thebengalpost.net
আবেদন পত্রের বয়ান :