Government

Duare Ration: ‘দুয়ারে রেশন’ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ! ৪২ হাজার নতুন চাকরি, গাড়ি কেনার জন্য ১ লক্ষ টাকা, সহজেই ডিলারশিপ লাইসেন্স

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর: পূর্ব ঘোষণা মতোই, আজ, ১৬ নভেম্বর সারা রাজ্য জুড়ে উদ্বোধন হলো ‘দুয়ারে রেশন’ (Duare Ration) এর। আর উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রকল্পকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন ‘কল্পতরু’! প্রকল্প’কে সাফল্যমন্ডিত করতে একাধিক ঘোষণা করলেন তিনি। রেশন ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন ৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা হল। এছাড়াও, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য, রাজ্যের ২১ হাজার রেশন ডিলারদের গাড়ি (পিকাপ ভ্যান) কিনতে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। অপরদিকে, এই প্রকল্পের জন্য প্রতিটি রেশন দোকানে ২ জন করে চাকরি পাবেন। সেক্ষেত্রে রাজ্যের ২১ হাজার ডিলারের মাধ্যমে ৪২ হাজার যুবক চাকরি পাবেন। প্রত্যেকের মাসিক বেতন হবে মাসে ১০ হাজার টাকা! এর মধ্যে, ৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার এবং বাকি ৫ হাজার টাকা করে দিতে হবে ডিলারদের। এজন্য, রাজ্য সরকারের অতিরিক্ত ১৬০ কোটি টাকা খরচ হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে, নতুন ডিলারশিপের জন্যও ‘সিকিউরিটি মানি’ ১ লক্ষ টাকা (আগে ছিল ৫ লক্ষ) থেকে কমিয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের যুবক-যুবতীদের যাতে ডিলারশিপ লাইসেন্স দিয়ে, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায়, সেই প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি, ‘দুয়ারে রেশন’ প্রকল্প কিভাবে হবে, তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আদতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবেনা ডিলারদের। পাড়ায় পাড়ায় যাবে গাড়ি। অন্তত ৫০০ মিটারের মধ্যে রেশন নিয়ে গাড়ি যাবে। সেই গাড়ি থেকে রেশন নিয়ে যেতে হবে উপভোক্তাদের। এইভাবে, একেকটি পাড়া বা লেন ঠিক করে, আগে থেকেই উপভোক্তাদের জানিয়ে দিতে হবে, কবে ওই পাড়ায় বা লেনে রেশনের গাড়ি পৌঁছবে। আর, এইসব কাজের জন্যই রেশন দোকান বা ডিলার পিছু ২ জন করে চাকরি পাবেন।

দুয়ারে রেশনের উদ্বোধন পশ্চিম মেদিনীপুরে :

পশ্চিম মেদিনীপুরে উদ্বোধিত হল দুয়ারে রেশনের :

এদিকে, সারা রাজ্যের সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলাতেও উদ্বোধন হল দুয়ারে রেশন প্রকল্পের। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের জুগনুতলার মাঠে বড় পর্দায় সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে দিয়ে এই প্রকল্পের উদ্বোধন হওয়ার পরই, রেশন সামগ্রী বোঝাই গাড়ি বেরিয়ে যায় বাড়ি বাড়ি রেশন দিতে। শহরের ৬৪ জন সহ জেলার ১০২৬ জন  রেশন ডিলার এই প্রকল্পে যোগ দিয়েছেন। উপস্থিত ছিলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত জেলাশাসক কুহুক ভূষণ, বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর পুরসভার পৌরপ্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন সৌমেন খান, জেলা পরিষদের কর্মাধক্ষ্য শ্যামপদ পাত্র, কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, বিশিষ্ট সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক সুজয় হাজরা প্রমুখ। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন, দুয়ারে রেশন প্রকল্পের সাথে সাথেই ‘আন্তঃরাজ্য রেশন কার্ড’ প্রকল্পেরও উদ্বোধন করেন। এই ব্যবস্থার ফলে, যে সমস্ত উপভোক্তাদের রেশন কার্ডের সাথে আধার সংযোগ করা আছে, তাঁরা রাজ্যের যেই প্রান্তেই থাকুন না কেন, সেখান থেকে রেশন সংগ্রহ করতে পারবেন। ধরা যাক, মেদিনীপুর শহরের বাসিন্দা কলকাতায় থাকেন কর্মসূত্রে। এবার থেকে তিনি, কলকাতার যেকোনো রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করতে পারবেন।

দুয়ারে রেশনের গাড়ি পশ্চিম মেদিনীপুরে :

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

1 day ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

1 day ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

2 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

3 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

5 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

6 days ago