Ghatal

Paschim Medinipur: বিদ্যাসাগরের ‘ভুয়ো’ বংশধর! ঘাটালের বীরসিংহে বেনজির ‘টানাটানি’ শেষে ধরা পড়ে গেলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বংশধর’ কে? এই নিয়েই পশ্চিম মেদিনীপুরর (ঘাটালের) বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে দুই ব্যক্তির মধ্যে ‘বেনজির’ টানাটানি! দু’জনেরই দাবি তিনিই বিদ্যাসাগরের ‘উত্তরসূরী’। সোমবার সকাল থেকে বিকেল, বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে এই নিয়েই ‘দুই দাবিদার’ এর মধ্যে চললো তুমুল বাকবিতণ্ডা। আর, তা দেখতেই জমে যায় ভিড়! সমস্ত দিক খতিয়ে দেখে শেষমেষ বিদ্যাসাগরের জন্মভূমির বাসিন্দারা একটি স্থির সিধান্তে আসেন, হঠাৎ করে দেশ-বিদেশে ‘বিখ্যাত’ হয়ে ওঠা অমিতাভ বন্দ্যোপাধ্যায় নয়; প্রসাদ বন্দোপাধ্যায়-ই হলেন বিদ্যাসাগর মহাশয়ের প্রকৃত উত্তরসূরী।

বিদ্যাসাগরের গ্রামে ‘বেনজির’ টানাটানি উত্তরসূরি পরিচয়কে কেন্দ্র করে:

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রাম ছাড়িয়ে, জেলা থেকে শুরু করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তেও সকলেই এখন বিদ্যাসাগর মহাশয়ের বংশধর হিসেবে অমিতাভ বন্দ্যোপাধ্যায়-কেই চেনেন। সেই মতোই বছরের পর বছর ধরে চলে আসছিল সবকিছুই। বিদ্যাসাগরের বংশধর বা উত্তরসূরী (‘নাতির ছেলে’) হিসেবেই তিনি ডাক পাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন অনুষ্ঠানের পোস্টারেও ছবি দিয়ে লেখা হতো অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের নাম। এদিকে, সোমবার বীরসিংহের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে প্রসাদ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনিই বিদ্যাসাগর মহাশয়ের নাতির ছেলে। তিনি তথ্যপ্রমাণ দিয়ে প্রমাণও করেন যে, তিনি বিদ্যাসাগর মহাশয়ের ছোট ভাই ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাতির ছেলে। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছিল টানাটানি। অবশেষে সোমবার দুপুর নাগাদ উভয়পক্ষই এসে পৌঁছন বীরসিংহ গ্রামে। আর সেখানেই উভয়পক্ষ মাইক্রোফোন হাতে, বীরসিংহ গ্রামের মানুষের সামনে একে অপরের তথ্যপ্রমাণ তুলে ধরা শুরু করেন।

অমিতাভ বন্দোপাধ্যায় তুলে ধরেন, তাঁর বংশগত ইতিহাস। অপরদিকে, প্রসাদ বন্দ্যোপাধ্যায়ও তুলে ধরেন তাঁর বংশগত ইতিহাস। দীর্ঘক্ষণ স্মৃতিমন্দিরে চলে এমনই নাটকীয় ঘটনা। এক কথায় ‘বিদ্যাসাগর মহাশয়’-কে নিয়েই টানাটানি! তবে, শেষমেষ জানা যায়, বিদ্যাসাগর মহাশয়ের বংশধর তথা ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাতির ছেলে প্রসাদ বন্দ্যোপাধ্যায়-ই। প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর মহাশয়ের বংশের কেউ নন। উনি মিথ্যে প্রচার করছেন। এমনকি, বিদ্যাসাগর মহাশয় প্রচার-বিমুখ ছিলেন বলেই প্রসাদ বাবুরা কখনোই সামনে আসেননি! অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে নাটকের জন্যই তাঁরা শেষ পর্যন্ত সামনে আসতে বাধ্য হয়েছেন। এদিন অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে তাঁরা আবেদন জানান, কখনো যেন তিনি বিদ্যাসাগর মহাশয়ের উত্তরসূরী বলে নিজেকে পরিচয় না দেন! তবে, এদিন (সোমবার) প্রথম দিকে অমিতাভ বাবু বিদ্যাসাগর মহাশয়ের মেজ মেয়ের সম্পর্ক জড়িয়ে নিজেকে ‘উত্তরসূরী’ হিসেবে দাবি করলেও, তা ধোপে টেকেনি! বিতর্ক শেষে অবশ্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন, তিনি বিদ্যাসাগর মহাশয়ৈর কেউ নন। এমনকি প্রসাদ বাবুই হচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের ছোট ভাই ঈশানচন্দ্র পরিবারের বংশধর। এই বিষয়টি নিয়ে বিদ্যাসাগর স্মৃতি মন্দির কমিটির সম্পাদক শক্তিপদ বেরা বলেন, অমিতাভ বন্দ্যোপাধ্যায়-কে নিয়ে আমাদের মনে একটা প্রশ্ন ছিল! তবে, উনি সামাজিক কাজ করার জন্য, আমরা আর খতিয়ে দেখিনি। এখন পুরো বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। এই ঘটনায় কিছুটা হলেও হতবাক বীরসিংহ গ্রামের মানুষজন।

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

11 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

14 hours ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

22 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

3 days ago