তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল:আবারও কি ভাসবে ঘাটাল? বিগত মরশুমে পাঁচ পাঁচবার বন্যা দেখেছে ঘাটাল। আর, মাস দুয়েক পর ফের আসতে চলেছে বৃষ্টির মরশুম। এখনও অবধি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এই মুহূর্তে সেরকম কোনো সম্ভাবনা দেখছেন না খোদ ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) ও। সম্প্রতি (৩১ মার্চ), তিনি ঘাটালে এসেছিলেন একগুচ্ছ কর্মসূচি নিয়ে। সেখানেই তিনি জানান, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি অনেকবার চিঠি দিয়েছি কেন্দ্রকে। আমার মনে হয়, যতবারই বলেছি, দিল্লির কানে আমাদের কথাগুলো পৌঁছচ্ছেনা! তাই, আমাদের নিজেদের লড়াই নিজেদেরকেই করতে হবে।”

thebengalpost.net
২০২১ এর সেপ্টেম্বরের চিত্র :

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে অন্তত ৫ বার বানভাসি হয়েছে ঘাটাল, দাসপুর প্রভৃতি এলাকা। গত সেপ্টেম্বর মাসে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং সাংসদ দেব সহ, মেদিনীপুরের ৫ মন্ত্রীকে তিনি দিল্লি পাঠিয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের সঙ্গে বৈঠক করেন মোট ৯ সদস্যের প্রতিনিধি দল। ঘাটাল মাস্টারপ্ল্যানের বিষয়ে কেন্দ্রীয় সরকার ওয়াকিবহাল বলে জানায়। দ্রুত তার ছাড়পত্র দেওয়া হবে বলেও বৈঠকে আশ্বাস দেওয়া হয়। কিন্তু, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ৬০ শতাংশ অর্থ বরাদ্দ করার কথা, তা এখনও করা হয়নি বলে অভিযোগ। তবে, রাজ্য সরকার যে নিজের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে তা বারবার জানিয়েছেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া থেকে ঘাটালের সাংসদ দেব। এদিন দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “ঘাটালের মানুষদের বলবো আমরা আপনাদের পাশে আছি। যতদিন বাঁচবো ঘাটালের মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো। আগাম বন্যার জন্য বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, আগের বছরের তুলনায় এবার বন্যায় আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো, রাজ্য সরকার যা সাহায্য করছে তা দিয়েই।”

thebengalpost.net
বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে (ফাইল ছবি, ২০২১) :