তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: শুধু স্ত্রী নয়, আত্মীয়দের কাছেও গয়না নিয়ে বন্ধক রেখেছিলেন।‌ অনেক ‘আশা’ নিয়ে ১০ গাড়ি আলু রেখেছিলেন তিনি। শেষমেশ ‘চরম’ ক্ষতির সম্মুখীন হতে হল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার হেমতপুর গ্রামের আলু ব্যবসায়ীকে। মানসিক অবসাদে ভুগছিলেন মাসখানেক ধরেই। শেষমেশ বুধবার সন্ধ্যায় নিয়ে ফেলেন চরম সিদ্ধান্ত! বিষ পান করে আত্মহত্যা করেন বছর ৫৭’র সুকুমার ঘোষ।

thebengalpost.net
মর্মান্তিক ঘটনা:

জানা যায়, সুকুমার ঘোষ নামে ওই ব্যবসায়ী ১০ গাড়ি আলু রেখেছিলেন। আলু রাখার জন্য নিজের স্ত্রী ও আত্মীয়দের কাছ থেকে গহনা নিয়ে কালিকাপুরের নব কুমার ঘোড়ই নামে সোনা ব্যবসায়ীর কাছে সাড়ে তিন লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এমনিতেই চলতি মরশুমে স্টোরে যারা আলু রেখেছিলেন গড়ে ১০০ কুইন্টাল আলুতে প্রায় ১ লক্ষ টাকার উপর লোকসান হচ্ছে। এজন্য, গত প্রায় দেড় মাস যাবৎ অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। বাড়ি থেকে বের হচ্ছিলেন না। কারুর সঙ্গে কথাবার্তাও সেভাবে বলছিলেন না। তার উপর বুধবার বন্ধকি সোনা ছাড়াতে গিয়ে দেখেন দোকানদার দোকানে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়েছে! দোকান বন্ধ দেখে তিনি আরো ভেঙে পড়েন বলে বাড়ির লোকের অভিযোগ। বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তিনি বিষ খান বলে পরিবারের দাবি। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে করতে তাঁকে বাড়ির পাশের জমি থেকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই তাঁরা ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘাটাল থেকে মেদিনীপুরের রেফার করা হয়। মেদিনীপুর যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া!