দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই:প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে ‘সবুজের অভিযান’ শুরু হয়েছে সর্বত্র। হু হু করে বেড়ে চলা কার্বন-ডাই-অক্সাইড’কে ভ্যানিশ করতে সবুজের চাদরে চারিপাশ-কে মুড়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকেও। অরণ্য সপ্তাহ বা বনমহোৎসব-কে কেন্দ্র করে মেদিনীপুর বনবিভাগ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় ২০ লক্ষ চারাগাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে। গত ১৪ জুলাই থেকে লক্ষ্যমাত্রা পূরণে ধারাবাহিক অভিযান চলছে বনদপ্তরের পক্ষ থেকে। ১৫ জুলাই বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বনমহোৎসবের জেলাস্তরীয় অনুষ্ঠান উপলক্ষে, পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন এবং জানিয়েছিলেন, “আবহাওয়া আর বায়ুমণ্ডলের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রচুর প্রচুর গাছ লাগাতে হবে। গ্রাম থেকে শহর, স্কুল থেকে কলেজ, ক্লাব থেকে এনজিও- সর্বত্র সবুজায়নের শপথ নিতে হবে।” ওইদিন থেকেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব, এনজিও- রা এগিয়ে এসেছে বৃক্ষরোপণ উৎসবে মেতে উঠতে।

thebengalpost.net
চারাগাছ নিয়ে বনদপ্তরের গাড়ি :

এদিকে, বনদপ্তরের পক্ষ থেকেও গাড়িতে করে, সবুজ চারাগাছ পৌঁছে দেওয়া হচ্ছে শহরের অলিতে গলিতে, গ্রামের পাড়ায় পাড়ায়। মেদিনীপুর বনবিভাগের মেদিনীপুর ও ভাদুতলা রেঞ্জের তরফে, বনদপ্তরের কর্মীরা দুয়ারে দুয়ারে গিয়ে মূল্যবান সমস্ত চারাগাছ তুলে দিচ্ছেন এলাকাবাসীর হাতে। রবিবার এভাবেই প্রায় দশ‌ হাজার চারাগাছ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুই রেঞ্জের দায়িত্বে থাকা আধিকারিক পাপন মোহান্ত। সোমবারও বনদপ্তরের গাড়িতে করে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় চারাগাছ পৌঁছে দেওয়া হয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিতে গেছে সমাজকর্মীদের-ও। এছাড়াও, ঘোষণা করা হয়েছে প্রতিটি স্কুল, কলেজ, ক্লাব, এনজিও- প্রভৃতি সংস্থাকে কমপক্ষে ১০০-টি চারাগাছ বিনামূল্যে দেওয়া হবে। যেকোনো সাধারণ মানুষ ৫-টি চারাগাছ পাবেন, তাঁর বাড়ির আশেপাশে লাগানোর জন্য। লক্ষ্য একটাই, চারিপাশে সবুজের বেষ্টনী তৈরি করা। আর, সেজন্যই যে সমস্ত চারাগাছ বছর দশেক আগেও গাঁটের কড়ি খরচা করে কিনতে হয়েছে সাধারণ মানুষ-কে।‌ এখন সেই সমস্ত মূল্যবান চারাগাছ বিনামূল্যে বনদপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে লাগানোর জন‌্য। তবে, বৃক্ষরোপণের বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন ও উৎসাহিত হয়ে উঠত হবে বলেও বনদপ্তরের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে।

thebengalpost.net
পাড়ায় পাড়ায় বনদপ্তরের গাড়ি :

thebengalpost.net
দুয়ারে চারাগাছ নিয়ে বনদপ্তরের কর্মীরা: