Forest

Peacock Feathers: উত্তর প্রদেশ থেকে মেদিনীপুরে ময়ূরের পালক বিক্রি করতে এসে বনদপ্তরের জালে! দু’জনকে গ্রেপ্তার করে পাঠানো হল আদালতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: ময়ূরের পালক বাড়িতে রাখা নাকি শুভ! লোকমুখে প্রচলিত এই ‘অন্ধবিশ্বাস’-কেই হাতিয়ার করে অসাধু ব্যবসায়ীরা রমরমিয়ে ময়ূরের পালক বিক্রি করে চলেছেন বছরের পর বছর ধরে। ভারতের জাতীয় পাখি ময়ূর (Peacock)-কে হত্যা করে, তার পালক বিক্রি করার অভিযোগ ওঠে বারবার। শনিবার গোপন সূত্রে তেমনই এক অভিযোগ পেয়ে, মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকে অভিযান চালিয়ে শহরের উপকণ্ঠে কেরানীচটি এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হল। বনদপ্তর সূত্রে জানা গেছে, ধৃত ২ জন হল যথাক্রমে- অরবিন্দ সিং ও রাজেন্দ্র সিং। দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। দু’জনের বয়স যথাক্রমে, আনুমানিক ৫৫ ও ৩০। তাদের গ্রেপ্তার করে মেদিনীপুর বনবিভাগের মেদিনীপুর বনাঞ্চলের (Midnapore Range) পক্ষ থেকে শনিবার বিকেলেই আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে, ধৃত দুই পাচারকারী-কে জিজ্ঞাসাবাদ করে আরও বড় চক্রের সন্ধান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।

ধৃত দুই দুষ্কৃতী অরবিন্দ ও রাজেন্দ্র (বাম দিকে) :

উল্লেখ্য যে, মেদিনীপুর শহরের কেরানীচটি এলাকায় শনিবার বিকেলে কয়েকশো ময়ূরের পালকের পসরা সাজিয়ে বিক্রি করছিলেন দুই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে, বনদপ্তরের মেদিনীপুর রেঞ্জের আধিকারিকরা গিয়ে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করে। তাদের কাছ থেকে আড়াইশোর বেশি ময়ূরের পালক উদ্ধার হয় বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বনদপ্তরের আধিকারিকরা জানতে পেরেছেন, ধৃত অরবিন্দ ও রাজেন্দ্র উত্তর প্রদেশের বাসিন্দা। মেদিনীপুর শহরের স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন আরও কয়েকজনের সাথে। বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে বনদপ্তর। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “যে কোন বন্যপ্রাণ হত্যা বা তার শরীরের অংশ অবৈধভাবে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। ময়ূর বা যেকোনো পাখির শরীর থেকে কিছু পালক ঝরে যায় তা সত্যি। কিন্তু, তা এই মাত্রায় নয়। এক্ষেত্রে, ময়ূরের পালকের গোড়ার অংশে রক্তের হালকা দাগ লক্ষ্য করা গেছে। আমরা নিশ্চিত হয়েছি, ময়ূরকে হত্যা করেই তার পালক ছিঁড়ে নেওয়া হয়েছে বিক্রি করার জন্য! তাই, এদের গ্রেপ্তার করে এই চক্রের অন্যান্যদের সন্ধান চালানো হচ্ছে। একইসঙ্গে, এও জানার চেষ্টা করছি, এই চক্র অন্য কোন অসাধু কারবারের সঙ্গে যুক্ত কিনা। কারণ, শুধু ময়ূরের পালক বিক্রি করে, ভিন রাজ্য থেকে এখানে এসে দিনের পর দিন বাড়ি ভাড়া নিয়ে থাকা বেশ মুশকিল!” অন্যদিকে, একটি সূত্রে জানা গেছে, রাজস্থান, উত্তর প্রদেশ- প্রভৃতি রাজ্যে ময়ূরের সংখ্যা বেশি হওয়ায়, সেখানে নির্বিচারে ময়ূর হত্যা করা হয়! আর, সেখান থেকেই বিভিন্ন এলাকায় এইভাবে ময়ূরের পালক পাচার করা হয়। যা সম্পূর্ণভাবে বেআইনি ও অপরাধমূলক কাজ। পশুপ্রেমী সমাজকর্মী রাকেশ সিংহ দেব জানিয়েছেন, “ময়ূরের পালক বিক্রি করা এবং তা ক্রয় করা দুই-ই অপরাধ। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তাঁদের অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে অসাধু ব্যবসায়ীরা এইভাবে জাতীয় পাখি ময়ূরের হত্যা করে চলেছে নির্বিচারে! তবে, শুধু ময়ূর নয়, যে কোন বন্যপ্রাণী হত্যা করাই আইনত দণ্ডনীয় অপরাধ। বনদপ্তর ব্যবস্থা নিয়ে সঠিক কাজ করেছে।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

2 hours ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

2 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

3 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

4 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

6 days ago

Midnapore: “আবার বিপ্লব হবে!” মেদিনীপুরের মাটি ছুঁয়ে শপথ চাকরিহারা শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: "আমি যদি অযোগ্য হই...যান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে…

1 week ago