দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: সাত সকালেই ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা! জলের তোড়ে ভেসে গিয়েছিলেন গাড়ি সমেত চালক। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর টাকশাল যাওয়ার রাস্তায় জুলি এর চাতালটিতে এই দুর্ঘটনা ঘটেছিল! প্রবল জলস্রোত একটি প্রাইভেট কারকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এই গাড়ির মধ্যেই গাড়ির চালক ছিলেন। দীর্ঘক্ষণ চালকের খোঁজ পাওয়া যায়নি! নেমে এসেছিলো শোকের ছায়া। অবশেষে, চালককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা।
জানা গেছে, শালবনী টাকশালের বিআরবি আধিকারিক মিঃ ভানুপ্রতাপ বাজার করে ফিরছিলেন। কিন্তু, টাকশাল কলোনিতে প্রবেশ করার রাস্তায় জুলি চাতালটিতে বা কালভার্টের উপর দিয়ে জল বইছিল হু হু করে! স্থানীয়দের বাধা না শুনে, তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রবল জলস্রোত গাড়ি সমেত তাঁকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তবে, তিনি দরজা খুলে কোনমতে অন্য পাড়ে গিয়ে ওঠেন বলে জানা গেছে। তবে, প্রায় আধ ঘন্টা তাঁর খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পড়েছিলেন সকলে। অবশেষে, তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা পুলিশের সহযোগিতায় ভেসে যাওয়া গাড়িটিকেও থেকে উদ্ধার করেছে।