দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৭ অক্টোবর: প্রবল বন্যায় বিধ্বস্ত কেরালা! ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে সেখানকার বন্যা পরিস্থিতি। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। শনিবার রাতে কোট্টায়াম জেলার কোট্টিকল এলাকা থেকে ভয়াবহ ধসের খবর মেলে। জানা গিয়েছে যে, মোট ৬ জনের মৃত্যু হয়েছে সেখানে। পরে আরও তিনটি দেহ উদ্ধার হয়। এখনও পর্যন্ত অন্যান্য জেলা থেকে আরও ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১২ জন। শুক্রবার রাতে কেরলের চেম্পাকামাঙ্গালামে বৃষ্টির তোড়ের মুখে ভেঙে পড়ে একটি বাড়ির দেওয়াল। কোনরকমে সেখানে উপস্থিত দু’টি শিশু রেহাই পায়।

thebengalpost.net
প্রবল বন্যায় বিধ্বস্ত কেরালা :

ইতিমধ্যেই এনডিআরএফের ১১টি দলের পাশাপাশি সেনার ২টি দল এবং ডিফেন্স কর্পের আরও দু’টি দল নেমেছে উদ্ধারকার্যে। প্রসঙ্গত উল্লেখ্য, আরব সাগরের দক্ষিণ-পূর্বে কেরল উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করায় তার জেরেই চলছে প্রবল বৃষ্টিপাত। আপাতত পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করা ছাড়াও দু’টি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে বলে জানিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক সারেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।