thebengalpost.net
দাউ দাউ করে জ্বলছে আগুন:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড! পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা রোডের পান সিডস প্রাইভেট লিমিটেডের ফ্যাক্টরিতে লাগে আগুন। মেদিনীপুর দমকল বাহিনীর একটি ইঞ্জিন সকাল দশটা থেকে আগুন নেভানোর কাজ শুরু করলেও, এখনও দাউ দাউ করে জ্বলছে কারখানার একাংশ। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসার। এদিকে, এই দুর্ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনীও। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছে আগুন।

thebengalpost.net
ভয়াবহ অগ্নিকাণ্ড :

জানা যায়, শনিবার সকাল ৯-টা নাগাদ গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন পাতুরিয়া এলাকায় পান সিডস প্রাইভেট লিমিটেড গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই কারখানায় ধান, গম, সরিষা প্রভৃতি খাদ্যশস্যের বীজ তৈরি করা হয় বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণ বীজের বস্তা মজুদ করা ছিল গোডাউনে। বিভিন্ন মেশিনপত্র ও খাদ্যশস্য দাউ দাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। স্থানীয়দের সহায়তায় কারখানার কর্মচারীরা আগুন নেভানোর কাজ শুরু করে। খবর দেওয়া হয় মেদিনীপুর ফায়ার স্টেশনে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও, এখনও জ্বলছে একাংশ। কারখানার কর্মীদের মাধ্যমে জানা গিয়েছে, হঠাৎ ফ্যাক্টরির অটোমেটিক মেশিন ঘরে (শর্ট সার্কিট থেকে) আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে এখনও জানা যায়নি, তবে, বিপুল পরিমাণ হওয়ার আশঙ্কা! যদিও, কারখানার কর্মীদের তৎপরতায় বহু খাদ্যশস্যের বস্তা বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। তবে, অনেক মূল্যবান মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। (আপডেট: দুপুর ২ টা ২০ নাগাদ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে জানা গেছে।)

thebengalpost.net
বহু খাদ্যশস্যের বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে কর্মীদের তৎপরতায়: