দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ:পশ্চিম মেদিনীপুরে জেলা শহর মেদিনীপুরের অদূরেই (৬-৭ কিলোমিটার দূরে) ‘বাজির গ্রাম’ ছেড়ুয়ায়, রাতের অন্ধকারে হঠাৎ ‘অগ্নিকাণ্ড’ গৃহস্থের বাড়িতে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দু’বছরের শিশুর! আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি গৃহবধূ। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্রমেই দানা বাঁধছে ‘রহস্য’! খুন নাকি আত্মহত্যা না বিস্ফোরণ, তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ। জানা গেছে, বুধবার রাতে হঠাৎই ছেড়ুয়ায় শেখ কাশীরুদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় বাড়ির ভেতরেই ছিলেন কাশীরুদ্দিনের স্ত্রী রোকসানা বিবি ও দু’বছরের পুত্র সন্তান আব্দুল মন্ডল। অগ্নিদগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় দু’বছরের শিশুটির। বার্ন ইউনিটে চিকিৎসা চলছে মায়ের।

thebengalpost.net
বুধবার রাতে:

প্রসঙ্গত, মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় নানা ধরনের শব্দবাজি ও আতশবাজি। সম্পূর্ণ বেআইনিভাবে চালানো হয় অবৈধ বাজির কারখানা। সূত্রের খবর, শেখ কাশীরুদ্দিনের বাড়িতেও মজুত ছিল নানান শব্দবাজি। তা তাঁরা নিজেরা স্বীকারও করেছেন। বুধবার রাতে সেই বাড়িতেই আগুন লেগে অগ্নিদগ্ধ হয় ওই গৃহবধূ ও তাঁর ছেলে। গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল রুকসানা বিবি ও তাঁর স্বামীর মধ্যে। আগে একাধিকবার রুকসানাকে মারধরও করা হয় বলে অভিযোগ। বাপের বাড়ির সদস্যদের দাবি, কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা সরজমিনে খতিয়ে দেখুক পুলিশ। এখনও পর্যন্ত ঘটনা নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা না হলেও, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ কোতোয়ালী থানার পুলিশ। মজুত করা বাজিতে আগুন লেগে এই ঘটনা, নাকি গোটা ঘটনার পিছনে রয়েছে অন্য কোনো ‘রহস্য’; তাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেই বাড়িটি সিল করা হয়েছে পুলিশের তরফে। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত হদিস মেলেনি অগ্নিদগ্ধ গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনদের! ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।