Festival

পশ্চিম মেদিনীপুরের সেরা ২০ টি পুজোর নাম ঘোষণা করলেন জেলাশাসক, “সেই সোনালী দিন ফিরিয়ে দাও” নজর কাড়ল সংযুক্তপল্লীর পুজো

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ অক্টোবর: “বিশ্ব বাংলা শারদ সম্মান- ২০২১” এর জন্য বেছে নেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলার সেরা ২০ টি পুজোকে। সোমবার, মহা ষষ্ঠীর সন্ধ্যায় জেলাশাসক ডঃ রশ্মি কমল সেই ২০ টি পুজো কমিটির নাম ঘোষণা করলেন নিজের দপ্তর থেকে। মোট ৪ টি বিভাগে ‘সেরা পাঁচ’ এর তালিকা তৈরি করা হয়েছে এবার। সেই হিসেবে ২০ টি পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে। এই তালিকা অনুযায়ী, কেউ প্রথম-দ্বিতীয় নয়, সকলেই সেরা অর্থাৎ সেরা পাঁচের অন্তর্ভুক্ত। এমনটাই জানিয়েছেন জেলাশাসক। জেলা প্রশাসনের বেছে নেওয়া তালিকা অনুযায়ী, সার্বিক বিচারে “সেরা পুজো” র তালিকায় যে ৫ টি পুজো কমিটি আছে, সেগুলি হল যথাক্রমে- রাঙামাটি সর্বজনীন দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), হুমগড় সর্বজনীন দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর সদর মহকুমা), সবুজ সংঘ ক্লাব (খড়্গপুর মহকুমা), তেমাথানি পল্লীশ্রী দুর্গোৎসব কমিটি (খড়্গপুর মহকুমা) এবং কিসমত জগন্নাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর সদর মহকুমা)।

রাঙামাটি, মেদিনীপুর শহর :

আমলাশুলি, গড়বেতা :

অপরদিকে, “সেরা প্রতিমা”র তালিকায় যে ৫ টি পুজো কমিটি জায়গা পেয়েছে সেগুলি হল যথাক্রমে- রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), ন্যাশনাল বয়েজ ক্লাব (ঘাটাল মহকুমা), সোনাখালি স্কুলবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি (ঘাটাল মহকুমা), কুশপাতা পঞ্চমপল্লী দুর্গাপূজা কমিটি (ঘাটাল মহকুমা) এবং নাড়াজোল দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা)। অন্যদিকে, “সেরা মণ্ডপ” এর তালিকায় থাকা ৫ টি পুজো কমিটি হল যথাক্রমে- আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব (মেদিনীপুর সদর মহকুমা), সংযুক্তপল্লী দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), ছোটবাজার সর্বজনীন দুর্গোৎসব সমিতি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), রাধাকান্তপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা) এবং কুশপাতা সতেরোপল্লী সর্বজনীন (ঘাটাল মহকুমা)। এছাড়াও, কোভিড বিধি সঠিকভাবে পালন করার জন্য “সেরা কোভিড স্বাস্থ্যবিধি”র নিরীখে সেরা ৫ টি পুজো কমিটি হল যথাক্রমে- ঐক্য সম্মিলনী সর্বজনীন দুর্গোৎসব (মেদিনীপুর সদর মহকুমা), অশোকনগর সর্বজনীন দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), আদি পূজা কমিটি (খড়্গপুর মহকুমা), প্রেমবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি (খড়্গপুর মহকুমা) এবং বারুনি ঘাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা)।

হুমগড়, গড়বেতা :

ছোটো বাজার, মেদিনীপুর শহর :

উল্লেখ্য যে, সমস্ত পুজো কমিটিগুলিই এবার কোভিড বিধি মেনে পুজোর আয়োজন করেছে। এদিকে, পঞ্চমী থেকেই মণ্ডপে মণ্ডপে উৎসাহী জনতার ঢল নেমেছে। গ্রাম থেকে শহর কিংবা বানভাসি ঘাটাল, সবং- সমস্ত জায়গাতেই বাঙালি’র সর্বশ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। শেষ কয়েকদিনে পুজোর বাজারও অনেকটা চাঙ্গা হয়েছে! এর মধ্যেই, মহা ষষ্ঠীর সন্ধ্যায় জেলা প্রশাসনের তরফে ঘোষণা করা হল সেরা ২০ টি পুজো কমিটির নাম। তালিকায় শহর মেদিনীপুরের রাঙামাটি, রবীন্দ্রনগর, ছোটোবাজার প্রভৃতি যেমন আছে ঠিক তেমনই গ্রামাঞ্চলের আমলাশুলি, হুমগড়, তেমাথানি, কুশপাতা প্রভৃতি পুজোও আছে। গড়বেতা সংলগ্ন আমলাশুলির প্যান্ডেল হয়েছে ‘অ্যানাকোন্ডার দেশে’- থিম অনুসরণ করে। গড়বেতা সংলগ্ন হুমগড়ের প্যান্ডেল হয়েছে নৌকার আদলে। হোগলা, বাঁশ, শালপাতা প্রভৃতি প্রাকৃতিক উপকরণ নিয়ে। অন্যদিকে, শহর মেদিনীপুরের ছোটোবাজার দিয়েছে প্রকৃতিকে বাঁচানোর বার্তা। বৃক্ষছেদন বা অরণ্য ধ্বংসের ভয়াবহতা যে কত মারাত্মক কিংবা অক্সিজেনের গুরুত্ব যে মানবজীবনে কতখানি, সাম্প্রতিক কোভিড অতিমারী তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে! তাই, সবুজ পৃথিবী-কে রক্ষা করার বার্তা দিয়ে ছোটো বাজারের থিম এবার প্রকৃতির “নিষ্পাপ ক্রন্দন”। তবে, সাম্প্রতিক পরিস্থিতিতে সবার নজর কেড়েছে মেদিনীপুর শহরের সংযুক্ত পল্লীর পুজো। তাঁরা তুলে ধরেছেন, প্রায় ২ বছরের এই কোভিড পরিস্থিতিতে শিশুদের শৈশব আর মানসিক বিকাশ কোথায় যেন হারিয়ে গিয়েছে! মুক্ত বিদ্যালয় প্রাঙ্গণ, অনাবিল আনন্দ, খেলাধুলা-ছোটাছুটি, প্রাণের বন্ধুত্ব এখন আর নেই; মাথার উপর চেপেছে হোয়াটসঅ্যাপ, গুগল মিটের কৃত্রিমতা আর আধুনিকতা! এই বয়স থেকেই সমাজমাধ্যমের অতি-আধুনিকতা কেড়ে নিচ্ছে সেইসব সোনালী দিনের অকৃত্রিম সৌন্দর্য আর সম্পর্কগুলি। তাই, “ফিরিয়ে দাও সেই সোনালী দিনগুলি”, এমনটাই যেন বলতে চেয়েছে সংযুক্ত পল্লীর পুজো মণ্ডপ ও সাজসজ্জা। সাযুজ্য রেখে তাঁদের থিমের নাম যদিও- “আর ভালো লাগছে না…মা!”

সংযুক্ত পল্লীর মণ্ডপ, মেদিনীপুর শহর :

রবীন্দ্র নগরের প্রতিমা (সেরা প্রতিমার তালিকায়), মেদিনীপুর শহর :

পশ্চিম মেদিনীপুরের সেরা পুজো :

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

2 days ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

2 days ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

3 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

4 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

6 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

7 days ago