দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল:”ভগবান শ্রীরামচন্দ্র রাক্ষসদের বধ করেছিলেন। তিনি ছোট থেকেই অস্ত্র নিয়ে জন্মেছিলেন। লড়াই করেছিলেন। তাই, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরাও সেই শ্রী রামচন্দ্রকে পুজো করি। তাই, বিনা অস্ত্রে এই রাম পূজা সম্ভব নয়। যেসব রাক্ষস প্রবৃত্তির লোক এই সমাজে আছে, তাঁরাই এই অস্ত্র দেখে ভয় পায়।” রাম নবমীতে অস্ত্র মিছিল এবং লাঠি খেলা নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই মেদিনীপুর শহরের রামনবমী উৎসবে অংশগ্রহণ করে এই মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য যে, বারেবারে দিলীপ ঘোষকে দেখা গেছে অস্ত্র মিছিলে হাঁটতে এবং প্রকাশ্যে লাঠিখেলায় অংশগ্রহণ করতে। মেদিনীপুর শহরেও তাঁর হাতে ছিল গদা! আর, এনিয়েই বারবার তাঁকে শাসকদলের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে, সেসব থোড়াই কেয়ার করে, এদিনও তিনি নিজের বক্তব্যে অনড় থাকলেন। উল্টে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বললেন, “এখানকার রাজনীতি আলাদা। এখানকার গুন্ডাদের হাতে অস্ত্রশস্ত্র থাকুক এটা পুলিশ প্রশাসন চায়। তাই এখানে জেলায় জেলায় বোমা বারুদের কারখানা ও অস্ত্রশস্ত্রের কারখানার হদিস পাওয়া যাচ্ছে।” পুলিশের এই রামনবমীর মিছিল থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ করা বেআইনি বলেও অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

thebengalpost.net
মেদিনীপুর শহরের মিছিল :

অপরদিকে, শ্রীরাম নবমী উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও রামের পুজোর সাথে সাথে বিশার বাইক র‍্যালি অনুষ্ঠিত হল। ঘাটাল কলেজ মোড় এলাকায় ঘাটাল রামনবমী কমিটির পক্ষ থেকে পালন করা হচ্ছে রামনবমী উৎসব। এই রামনবমী উৎসবে অংশগ্রহণ করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বিদ্যাসাগর স্কুল মাঠে শ্রীরাম নবমী উপলক্ষে বাইক নিয়ে উপস্থিত হয় রাম ভক্তরা। শতাধিক বাইক অংশগ্রহণ করে রামনবমী উপলক্ষে এই বাইক র‍্যালিতে। বাইক র‍্যালিটি ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠ থেকে শুরু হয়ে নাটোর শহরের বিভিন্ন এলাকা হয়ে আবার ফিরে আসে বিদ্যাসাগর স্কুলমাঠে। রামনবমী উপলক্ষে রামের পুজো ও প্রসাদ বিতরণের ব্যবস্থাও করেন ঘাটাল রাম নবমী কমিটির সদস্যরা। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের হিন্দু সেবা সমিতির উদ্যোগে রবিবার রামনবমী উপলক্ষে আয়োজিত বিশাল বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিল শেষ হলো শালবনীতে। সকালে চন্দ্রকোনা রোডের ফুটবল ময়দান থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিল শুরু হয় এবং শতাধিক মোটরসাইকেল সহিত মিছিল শালবনীতে এসে শেষ হয়। মিছিলকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

thebengalpost.net
ঘাটালের রামনবমীর মিছিল :

thebengalpost.net
মেদিনীপুরে দিলীপ ঘোষ :