তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল:অতিমারীর বন্দীদশা কাটিয়ে, দু’বছর পর মহাসমারোহে পালিত হল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নাড়াজোল রাজ বংশের প্রাচীন রথযাত্রা। কথিত যে, শ্রী রামচন্দ্রের কৃপায় নাড়াজোল রাজ বংশের রাজা মোহনলাল খান পুত্র সন্তান লাভ করেছিলেন। সেজন্যই রামনবমীর পবিত্র দিনটিকে ‘রথ যাত্রা’র জন্য এই রাজ পরিবারের পক্ষ থেকে বেছে নেওয়া হয়। রামনবমীর দিন রাজবংশের এই রথ লঙ্কাগড় পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং তারপরই এই রথ ফিরে আসে। এই রথে ফেরতি রথ বা উল্টো রথের কোন ব্যবস্থা নেই।

thebengalpost.net
নাড়াজোলের রথযাত্রা :

পনেরো দিন ধরে রথযাত্রা উপলক্ষে মেলা চলে। এ বছর ২০৪ বছরে পড়ল এই রথ যাত্রা। স্থানীয় স্তরে এই রথযাত্রার একটি কমিটি রয়েছে। তব, স্থানীয় প্রশাসন এবং রাজপরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা মিলিতভাবে এই রথযাত্রা আয়োজন করে। প্রসঙ্গত, করোনা অতিমারীর জেরে দীর্ঘ দুই বছর বন্ধ ছিল এই রথযাত্রা। এবছর, ফের বিগত বছরগুলোর মতো মহাসমারোহে, আলোক সজ্জার মধ্য দিয়ে পালিত হল নাড়াজোল রাজ বংশের সুপ্রাচীন এই রথযাত্রা। রথযাত্রা ও মেলা ঘিরে এলাকাবাসীর উন্মাদনা তুঙ্গে।

thebengalpost.net
উৎসাহ ও উদ্দীপনা: