দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩১ আগস্ট: রেল শহরের গণেশ পুজো মানেই এক আলাদা আকর্ষণ, উন্মাদনা। এবারের চমক ২৫১ কেজির লাড্ডু! পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ২৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ পুজো হল, রেল শহর খড়গপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের খরিদা এলাকায় সাইন স্টার বয়েজ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই গণেশ পুজো’র মূল আকর্ষণ এবার ২৫১ কেজির লাড্ডু! প্রসঙ্গত, ২২-তম বর্ষে পদার্পন করল এই ক্লাবের গণেশ পুজো। প্রতি বছরই ক্লাবের উদ্যোক্তারা লাড্ডুর ওজন বাড়াতে থাকেন। ১০০ কেজি থেকে শুরু করেছিলেন। এই বছর সেই লাডুর ওজন বেড়ে হল- ২৫১ কেজি। আগামী দিনে সেই লাড্ডুর ওজন বাড়িয়ে ৫০০ কেজি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

thebengalpost.net
২৫১ কেজির লাড্ডু :

সাইন স্টার ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, ২৫১ কেজির লাড্ডু তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ৪০-৪৫ হাজার টাকা! পুজোর পুরো খরচ-ই ক্লাবের সদস্যরা মিলে করেন। এজন্য, চাঁদা তোলা হয়না! এই লাড্ডু মহাভোগ বিতরণের দিন ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য যে, মহারাষ্ট্র কিংবা অন্ধ্রপ্রদেশের গণেশ পুজোয় এভাবে বড় বড় লাড্ডু দিয়ে পুজো করা হয়। সেই চিন্তা ধারায় উদ্যোক্তারা পশ্চিমবঙ্গের খড়গপুর শহরেও সুবিশাল লাড্ডু দিয়ে শুরু করেছেন গণেশ পূজো। আর, তা ঘিরে সাধারণ মানুষের উৎসাহের অন্ত নেই! বিশেষত, মিশ্র সংস্কৃতির শহর খড়্গপুরের মানুষের কাছে গণপতি বাপ্পা’র এক আলাদা কদর। আর, তাঁর পুজোয় এমনই নানা চমক আশা করেন ‘মিনি ইন্ডিয়া’র বাসিন্দারা! এবার-ও তাই জমজমাট রেল শহর খড়গপুরের গণেশ পুজো।

thebengalpost.net
গণেশ পুজো’র আকর্ষণ: